অনন্য গ্রাম : এই গ্রামের প্রত্যেকেরই রয়েছে বিমান! বিমানে করে যায় অফিস! জানুন এই অনন্য গ্রামের কথা

Published On:

News Desk : আজকালকার যুগে প্রায় সবার কাছেই হয় স্কুটি নয় বাইক আর নতুবা গাড়ি রয়েছে। গাড়ি অবদি ঠিক আছে, কিন্তু কারো বাড়িতে জাহাজ কিংবা গোটা একটা বিমান রাখা কখনো সম্ভব নয়। তবে, যদি আমরা আপনাদের বলি যে, এই পৃথিবীতে এমন একটি গ্রাম আছে, যেখানে প্রতিটি মানুষের নিজস্ব বিমান রয়েছে এবং আশ্চর্যের বিষয় হলো এই গ্রামের মানুষ অফিস যেতে কিংবা অন্যান্য দৈনন্দিন কাজে বিমান ব্যবহার করে। আপনি নিশ্চয়ই শুনে অবাক হচ্ছেন?

এয়ার পার্ক

আসলে অবাক হওয়ার মতই কথা। আসলে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এমনি এক অনন্য গ্রাম অবস্থিত, যেখানে রাস্তাগুলি বিমানবন্দরের রানওয়ের চেয়েও বেশ চওড়া। যাতে বিমানটি সহজেই কাছের বিমানবন্দরে পৌঁছাতে পারে, তাই এমন প্রশস্ত রাস্তা করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই আজব গ্রামটির সম্পর্কে কিছু কথা। আমেরিকার ক্যালিফোর্নিয়ার অবস্থিত এই আজব গ্রামটি ক্যামেরন এয়ার পার্ক নামে পরিচিত। এই গ্রামের প্রতিটি বাড়ির বাইরে বিমান পার্ক করা থাকে এবং গ্যারেজের চাবির জায়গায় হ্যাঙ্গার তৈরি করা হয়েছে।

হ্যাঙ্গার কি?

যে স্থানে বিমান রাখা হয় তাকে হ্যাঙ্গার বলে। এই গ্রামের মানুষ শুধু অফিস বা দৈনন্দিন কাজে বিমান ব্যবহার করে। অবাক লাগলেও এটাই বাস্তব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গ্রামের বেশির ভাগ মানুষই পাইলট। এই কারণে এখানে বিমান চালানো খুব সাধারণ ব্যাপার। এর পাশাপাশি এই গ্রামে ডাক্তার, আইনজীবী এবং অন্যান্য লোকের বসবাসও রয়েছে, তবে এখানে সবাই প্লেন রাখতে পছন্দ করেন। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিমান চালানোর প্রচারের সিদ্ধান্ত নিয়েছিল। এই কারণে দেশে অনেক বিমানবন্দর নির্মিত হয়। 

বোয়িং রোড

১৯৩৯ সালে এই গ্রামে পাইলটের সংখ্যা ছিল ৩৪ হাজার, যা ১৯৪৬ সাল নাগাদ বেড়ে হয় ৪ লক্ষেরও বেশি। ইউএস সিভিল এভিয়েশন অথরিটি তাই অবসরপ্রাপ্ত সামরিক পাইলটদের থাকার জন্য দেশে আবাসিক বিমানবন্দর নির্মাণের প্রস্তাব করেছিল। আমেরিকার এই অনন্য গ্রামের মানুষের প্রথম পছন্দ বিমান। এই গ্রামে বসবাসকারী প্রতিটি মানুষ শনিবার সকালে একত্রিত হয়ে স্থানীয় বিমানবন্দরে যায়। এই গ্রামের মানুষের বাড়িতে গাড়ির মতো রয়েছে বিমান। প্রতিটি মানুষের বাড়ির সামনে হ্যাঙ্গার তৈরি করা হয়, যেখানে প্লেন রাখা হয়। বিমানের ডানার ক্ষতি এড়াতে, রাস্তার চিহ্ন এবং লেটারবক্সগুলি খুব কম উচ্চতায় লাগানো হয়। এই গ্রামের রাস্তাগুলি প্লেনের নামে নামকরণ করা হয়েছে, যেমন একটি রাস্তার নাম বোয়িং রোড।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad