News Desk : বিগত কয়েক মাস রান্নার সিলিন্ডার নিয়ে নানা খবর সামনে এসেছে। এলপিজি সিলিন্ডার বায়োমেট্রিক আপডেটের বিষয়ে সরকার ও পেট্রোলিয়াম কোম্পানির প্রধান তরফ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন নোটিশ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে যে, এই আপডেট প্রক্রিয়াটি ৩১শে মার্চ ২০২৪ এর মধ্যে সম্পূর্ণ করতে হবে। যদিও আগে ঘোষণা করা হয়েছিল গত বছরে ৩১শে ডিসেম্বর পর্যন্তই সময়সীমা, তবে গ্যাস অফিসে উপচে পড়া মানুষের ভিড় এবং অল্প সময়ের মধ্যে সকলের এই আপডেট প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছিল না। তাই শেষমেষ এই সময়সীমা বাড়ানো হয়েছে। তবে, এই সময় সীমার মধ্যে যদি আপডেট প্রক্রিয়াটি সম্পন্ন করা না হয়, তবে গ্রাহকরা আর ভর্তুকি পাবেন না। এখন থেকে আপনি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে এই কাজটি করতে পারেন।এই বায়োমেট্রিক আপডেটের জন্য গ্যাস সিলিন্ডার উপভোক্তাদের আর গ্যাস অফিসের বাইরে লম্বা লাইনে দাঁড়াতে হবে না। আপনি আপনার মোবাইলের মাধ্যমে এই এলপিজি গ্যাস সিলিন্ডার বায়োমেট্রিক আপডেট করতে পারেন।
মোবাইলের মাধ্যমে বায়োমেট্রিক আপডেট করুন
কেন্দ্রীয় সরকার গোটা দেশ জুড়ে উজ্জ্বলা যোজনা আয়তায় থাকা প্রত্যেক পরিবারকে এবার সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি গ্যাস সংযোগ দিচ্ছে এবং এই উজ্জলা যোজনার আয়তায় থাকা গ্রাহকদের সিলিন্ডারের ভর্তুকি পেতে বাধ্যতামূলকভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যারা গ্যাস সিলিন্ডার দিতে আসেন তারাই বাকি সকল গ্রাহকদের বায়োমেট্রিক আপডেট করে দেবেন বাড়িতে এসে। আপনি কিভাবে নিজেই মোবাইলের মাধ্যমে এই আপডেট প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন? আসুন জেনে নেওয়া যাক।
কীভাবে করবেন বায়োমেট্রিক আপডেট ?
মোবাইলের মাধ্যমে গ্যাসের আপডেট প্রক্রিয়া সম্পূর্ণ করতে আপনাকে প্রথমেই গুগল প্লেস্টোর থেকে Hello BPCL ও Aadhaar Face RD নামে এই দুইটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর Hello BPCL অ্যাপটিকে ওপেন করতেই আপনার সামনে place and track orders নামে একটি অপশন আসবে সেটা Skip করতে হবে। এরপর পরবর্তী পেজে scan QR and pay অপশন টিকেও Skip করে Get Started অপশনে ক্লিক করলে তার পরবর্তী পেজে আপনার মোবাইল নম্বর দিতে বলা হবে। সেখানে আপনার এলপিজি গ্যাসের সঙ্গে যে রেজিস্টার মোবাইলটি নম্বরটি রয়েছে সেই নম্বরটি বসিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করলেই আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার OTP আসবে, সেই OTP দিয়ে Create Account অপশনে ক্লিক করে পরবর্তী পেজে আপনার সামনে পিন সেট করার একটি অপশন আসবে। সেখানে চার সংখ্যার একটি পিন দিয়ে সেই পিনটি কনফার্ম পিনে বসিয়ে দেওয়ার পরে সাবমিট করলেই আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এরপর আপনি Hello BPCL এই অ্যাপটির মাধ্যমে লগইন হয়ে যাবেন। তারপর Your Program বলে একটি অপশন পাবেন, তাতে ক্লিক করলেই আপনার সামনে আপনার নাম, আপনার কনজ্যুমার আইডি, গ্যাস ডিস্ট্রিবিউটার এর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, সব কিছু দেখতে পাবেন। এর একটু নিচেই পাবেন eKYC, আর এই eKYC অপশন এর মধ্যে COMPLETE eKYC এই অপশনটিতে ক্লিক করলেই আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ছয় সংখ্যার OTP আসবে, সেটি বসিয়ে ভেরিফাই করলেই OTP validate successfully দেখাবে এবং নিচে Proceed অপশন এ ক্লিক করলেই পরবর্তী পেজে Your Privacy অপশন আসবে, সেখানে Proceed করতে হবে। এরপর আপনার সামনে last eKYC Verification Done on এর Date টি দেখাবে এবং Yes অপশনে ক্লিক করলেই আপনার সামনে Aadhaar Face RD এর মাধ্যমে মোবাইলে সেলফি তোলার মতো করে ছবি উঠবে। সেই ছবিটি ভারত পেট্রোলিয়াম গ্যাসের অফিসিয়াল পোর্টালে আপডেট হয়ে যাবে। আর সাথে সাথে আপনার এলপিজি গ্যাস সিলিন্ডারের বায়োমেট্রিক আপডেট হয়ে যাবে।