Food SI 2024 2nd Shift GK Questions (WBPSC Food SI Question Paper 2024)

Published On:

WBPSC Food SI Question Paper 2024 : আজ অর্থাৎ ১৬ই মার্চ শুরু হয়েছে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের লিখিত পরীক্ষা। আমরা সকলের জন্য তাই নিয়ে হাজির হয়েছি ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র 2024, যেখাবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে আজ অনুষ্ঠিত ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের লিখিত পরীক্ষায় আসা জিকে প্রশ্নগুলি দেওয়া হলো (WBPSC Food SI Question Paper 2024)। এই পরীক্ষার প্রশ্নপত্রগুলি পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের কাছ থেকে পুনরায় জমা নিয়ে নেওয়া হয়েছিল। এই প্রশ্নগুলি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার মেমোরি বেসড প্রশ্ন। আসুন দেখে নেওয়া যাক এক নজরে।

Food SI 2024 2nd Shift GK Questions (WBPSC Food SI Question Paper 2024)

০১. লোকটাক হ্রদ কোথায় অবস্থিত?

উত্তরঃ মণিপুর।

০২. দশম শিখ গুরু কে ছিলেন?

উত্তরঃ গুরু গোবিন্দ সিং।

০৩০. নীলদর্পণ নাটকের রচয়িতা কে?

উত্তরঃ দীনবন্ধু মিত্র।

০৪. ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে হয়েছিল?

উত্তরঃ ১৯৫১-৫২ সালে।

০৫. অ্যাসকরবিক অ্যাসিড কোন ভিটামিনের সাথে যুক্ত?

উত্তরঃ ভিটামিন সি।

০৬. শ্রীরামপুর ত্রয়ী কাদের বলে?

উত্তরঃ উইলিয়াম কেরি, যওয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ড এই তিনজনকে একত্রে।

০৭. জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত?

উত্তরঃ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায়।

০৮. ভারতের একটি পশ্চিমবাহিনী নদীর নাম কী?

উত্তরঃ নর্মদা।

০৯. কোন দুটি দেশ পক প্রণালী দ্বারা সংযুক্ত?

উত্তরঃ ভারত ও শ্রীলঙ্কা।

১০. কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৮৩৫ সালে।

১১. শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত? উত্তরঃ বিজ্ঞান ও প্রযুক্তি।

১২. বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট কি উপাদান দ্বারা গঠিত হয়?

উত্তরঃ টাংস্টেন।

১৩. জাতিসংঘ দিবস কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৪৫ সালে।

১৪. স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কত টাকা থাকে?

উত্তরঃ ১০ লক্ষ।

১৫. বেরিবেরি রোগ কিসের অভাবে হয়?

উত্তরঃ ভিটামিন এ এর অভাবে।

১৬. হিরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত?

উত্তরঃ মহানদী।

আরো পড়ুন:- Food SI 2024 1st Shift GK Questions

১৭. RBI কত সালে জাতীয়করণ হয়?

উত্তরঃ ১৯৪৯ সালে।

১৮. আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত?

উত্তরঃ রাজস্থান।

১৯. কোন রাজ্য কন্যাশ্রী প্রকল্পের জন্য ইউনেস্কো এর থেকে পুরস্কার পেয়েছে?

উত্তরঃ পশ্চিমবঙ্গ।

২০. গুটিবসন্তের টিকা কে আবিষ্কার করেন?

উত্তরঃ এডওয়ার্ড জেনার।

২১. প্রতাপাদিত্য কোথাকার রাজা ছিলেন?

উত্তরঃ যশোহর।

২২. কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়?

উত্তরঃ ১৯১১ সালে।

২৩. বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন কে?

উত্তরঃ শের শাহ।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad