WBPSC Food SI Question Paper 2024 : আজ অর্থাৎ ১৬ই মার্চ শুরু হয়েছে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের লিখিত পরীক্ষা। আমরা সকলের জন্য তাই নিয়ে হাজির হয়েছি ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র 2024, যেখাবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে আজ অনুষ্ঠিত ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের লিখিত পরীক্ষায় আসা জিকে প্রশ্নগুলি দেওয়া হলো (WBPSC Food SI Question Paper 2024)। এই পরীক্ষার প্রশ্নপত্রগুলি পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের কাছ থেকে পুনরায় জমা নিয়ে নেওয়া হয়েছিল। এই প্রশ্নগুলি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার মেমোরি বেসড প্রশ্ন। আসুন দেখে নেওয়া যাক এক নজরে।
Food SI 2024 3Rd Shift GK Questions (WBPSC Food SI Question Paper 2024)
পকপ্রণালী কোন দেশের সঙ্গে সীমানা নির্ধারণ করে ভারত ও শ্রীলংকা
কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়-1835
ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে- চেমায়ুং দুং হিমবাহ
সংবিধানে প্রস্তাবনার ভাষা কোন দেশ থেকে নেওয়া হয়েছে-অস্ট্রেলিয়া
পাল বংশের প্রতিষ্ঠাতা-গোপাল
কিডনির কাজ কি-রক্ত পরিস্রাবণ করা
UNEP কত সালে প্রতিষ্ঠিত হয়-1972
দাস প্রথা কবে শুরু হয়-1206
৪. রাষ্ট্রপতিকে কাকে অপারেশন করতে পারে-রাজ্যপাল
আঙ্গুর চাষের পদ্ধতি কি বলা হয়-ভিটিকালচার
কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে- এনি বেসা অস্ট্রেলিয়ান্ত
পেলেগ্রা রোগ কিসের অভাবে হয়-B3
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কত সালে গঠিত হয়-1956
RTI act কত সালে হয়- 2005
বিজয়নগর সাম্রাজ্য কোন নদীর তীরে অবস্থিত-তুঙ্গ ভদ্র
মারিয়ানা খাত কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগর
বি আর আম্বেদকর সংবিধানের আত্মা বলেছেন কোন ধারাকে-32
হিমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত-লাদাখ
এপিগ্রাফি কি-শিলালিপি
ভিটামিন B2 রাসায়নিক নাম কি- রাইবোফ্লোবিন
হরপ্পা সভ্যতা কোন যুগের যুগের-ব্রোঞ্জ যুগীয় সভ্যতা
রুপা সংকেত কি-Ag
আরো পড়ুন:- Food SI 2024 2nd Shift GK Questions
তীর্থঙ্কর শব্দের অর্থ কি-রক্ষাকর্তা
টোডা উপজাতি কোথাকার নীলগিরি
সবচেয়ে ছোট একক কি-অ্যাংস্ট্রম
Blue water policy কবে হয়-1505, আল বুকার
26 রামধনু আলো কোন ধর্মের জন্য সৃষ্টি হয়- বিচ্ছুরণের জন্য
- রাউর কেল্লা লৌহ ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত-ব্রাহ্মণী