Food SI 2024 5th Shift GK Questions (WBPSC Food SI Question Paper 2024)

Published On:

WBPSC Food SI Question Paper 2024 : আজ অর্থাৎ ১৭ই মার্চ শুরু হয়েছে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের লিখিত পরীক্ষা। আমরা সকলের জন্য তাই নিয়ে হাজির হয়েছি ফুড সাব ইন্সপেক্টর প্রশ্নপত্র 2024, যেখাবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে আজ অনুষ্ঠিত ফুড সাব ইন্সপেক্টর নিয়োগের লিখিত পরীক্ষায় আসা জিকে প্রশ্নগুলি দেওয়া হলো (WBPSC Food SI Question Paper 2024)। এই পরীক্ষার প্রশ্নপত্রগুলি পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের কাছ থেকে পুনরায় জমা নিয়ে নেওয়া হয়েছিল। আমরা কিছু স্টুডেন্টদের সঙ্গে কথা বলে এই প্রশ্নগুলো জানতে পেরেছি। এই প্রশ্নগুলি ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার মেমোরি বেসড প্রশ্ন। আসুন দেখে নেওয়া যাক এক নজরে।

Food SI 2024 5th Shift GK Questions (WBPSC Food SI Question Paper 2024)

০১. লোকটাক কি?

উত্তরঃ হ্রদ।

০২. সর্দার সরোবর বাঁধ নীচের কোন নদীর উপর অবস্থিত? উত্তরঃ নর্মদা।

০৩. উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? উত্তরঃ এপিজে আব্দুল কালাম।

০৪. মিথানয়িক অ্যাসিড কোথায় পাওয়া যায়? উত্তরঃ পিঁপড়ের হুলে।

০৫. পাতিলেবু তে কি এসিড থাকে? উত্তরঃ সাইট্রিক অ্যাসিড।

০৬. সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? উত্তরঃ লোথাল।

০৭. রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়? উত্তরঃ ভিটামিন ডি।

০৮. আয়োডিনের অভাবে কোন রোগ হয়? উত্তরঃ গলগন্ড।

০৯. গান্ধার স্কুল অফ আর্ট কার সময় উন্নতি লাভ করে? উত্তরঃ কনিষ্ক।

১০. নালন্দা বিশ্ববিদ্যালয় কোন যুগে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ খ্রিস্টীয় ৫ম শতাব্দী।

১১. বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? উত্তরঃ ৫ই জুন।

আরো পড়ুন:- Food SI 2024 1st Shift GK Questions

১২. বিক্রমাদিত্য কার উপাধি? উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

১৩. অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? উত্তরঃ খেলাধুলায় অসামান্য কৃতিত্ব।

১৪. রাজা রামমোহন এর লেখা বইটির নাম কি? উত্তরঃ বেদান্ত।

১৫. ঝুম্পা লাহিড়ি কিসের সাথে জড়িত? উত্তরঃ লেখিকা।

১৬. সেলিম আলী কে ছিলেন? উত্তরঃ ভারতীয় পক্ষীবিদ।

১৭. বাবা আমটে কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন? উত্তরঃ নর্মদা বাঁচাও।

১৮. রাওয়াতভাটা কোন রাজ্যে অবস্থিত? উত্তরঃ রাজস্থান।

১৯. সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? উত্তরঃ রাষ্ট্রপতি।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad