Food SI Admit Card:  ফুড সাব-ইন্সপেক্টর পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়ার দিন ঘোষণা করলো পাবলিক সার্ভিস কমিশন ! জেনে নিন

Published On:

News Desk : অপেক্ষার অবসান! অবশেষে রাজ্যের ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগ হওয়ার পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তা জানানো হয়েছে (Food SI Admit Card)। এই বিষয় নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন ছিল। তবে, এবার অ্যাডমিট কার্ড নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করল পাবলিক সার্ভিস কমিশন (PSC)। যে সমস্ত চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার জন্য আবেদন জানিয়েছিলেন তাদের স্বস্তি দিতে শেষমেশ বিশেষ বিজ্ঞপ্তি জারি করল কমিশন।

কবে হবে পরীক্ষা?

বুধবার পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফুড সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড (Food SI Admit Card) সংক্রান্ত তথ্য জানানো হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, চলতি বছরের ১৬ এবং ১৭ই মার্চ, অর্থাৎ শনিবার এবং রবিবার রাজ্যে ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষা আয়োজিত হবে।

পরীক্ষার সময়সূচি

সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষার আয়োজন করা হবে দুইদিন তিনটি সেশনে। প্রথম সেশানের পরীক্ষা হবে সকাল ৯টা বেজে ৩০ মিনিট থেকে সকাল ১১টা পর্যন্ত। দ্বিতীয় সেশনে পরীক্ষা হবে দুপুর ১২টা বেজে ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত এবং তৃতীয় সেশনে পরীক্ষা হবে বিকেল ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত।

অ্যাডমিট কার্ড কবে পাওয়া যাবে?

পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট পরীক্ষা শুরু হওয়ার আগেই পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নিজেদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, আগামী ২রা মার্চ ২০২৪ তারিখ থেকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার্থীরা নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?

চাকরি প্রার্থীরা এই পরীক্ষার জন্য আবেদন করার সময় যে আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করেছিলেন, সেই আইডি ব্যবহার করেই লগইন করার পর নিজের অ্যাপ্লিকেশন আইডি সাবমিট করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad