WBPSC Food SI Practice Set 2 : ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট, রইলো বাছাই করা কিছু প্রশ্ন

Published On:

WBPSC Food SI Practice Set 2 : সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) Food SI পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 2)

Food SI পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। SSC Tricks আয়োজিত WBPSC Food SI Practice Set-এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 2)

প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 2)

আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

➤ পৃথিবীর যমজ বলা হয় কোন গ্রহকে ?
[A] শুক্র
[B] বুধ
[C] মঙ্গল
I[D] শনি
Answer:- :-[A] শুক্র
➤ নৌবিদ্রোহ কত সালে হয়েছিল ?
[A] ১৯৪২ সালে
[B] ১৯৪৪ সালে
[C] ১৯৪৬ সালে
[D] ১৯৪৭ সালে
Answer:- :-[C] ১৯৪৬ সালে
➤ মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ ?
[A] প্রথম শ্রেণীর
[B] দ্বিতীয় শ্রেণীর
[C] তৃতীয় শ্রেণীর
I[D] কোন শ্রেণীর নয়
[C] তৃতীয় শ্রেণীর
Answer:- :-
➤ ভারতের কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল ?
[A] রিষড়া
[B] উত্তরপাড়া
[C] কন্নগর
[D] লিলুয়া
Answer:- :-[A] রিষড়া
➤ WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
[A] নিউ দিল্লী
[B] জেনেভা
[C] লন্ডন
[D] কাঠমাণ্ডু
Answer:- :-[B] জেনেভা
➤ সম্প্রতি এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি কে ?
[A] মুকেশ আম্বানি
[B] গৌতম আদানি
[C] রতন টাটা
[D] কেউ নন
Answer:- :- [B] গৌতম আদানি
➤ নিম্নের কে / কারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে পারে না ?
[A]I লোকসভা সদস্যরা
[B] স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের সদস্যরা
[C] ইউনিয়ন টেরিটরি লেজিসলেচার সদস্যরা
[D] রাজ্যসভা সদস্যরা
Answer:- :-[B] স্টেট লেজিসলেটিভ কাউন্সিলের সদস্যরা
➤ নিম্নের কোন জোড়টি সঠিক নয় ?
[A]I কম্পাঙ্ক হার্জ
[B] চাপ পাসকাল
[C] ম্যাগনেটিক ফ্লাক্স টেসলা
[D] তড়িৎ পরিবাহিতা – সিমেন্স
Answer:- :-[C] ম্যাগনেটিক ফ্লাক্স টেসলা
➤ কেঁচো কোন শ্রেণীর অন্তর্গত ?
[A] প্রটোজোয়া
[B] নিডারিয়া
[C] এনিলিডা
[D]মোলাস্কা
Answer:- :-[C] এনিলিডা
➤ সোডিয়াম ক্লোরাইড হলো এক ধরণের-
[A] তড়িৎযোজি যৌগ
[B] সমযোজী যৌগ
[C] উভয়যোজি যৌগ
[D] হাইড্রোকার্বন যৌগ্
Answer:- :-[A] তড়িৎযোজি যৌগ
➤ নিম্নের কোন রশ্মির ক্ষুদ্রতম তরঙ্গদৈঘ্য বর্তমান ?
[A] রেডিও তরঙ্গ
[B] ইনফ্রারেড তরঙ্গ
[C] X রশ্মি
I[D] গামা রশ্মি
Answer:- :-I[D] গামা রশ্মি
➤ 0°C তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ হলো-
[A]I 344 M/S
[B] 331 M S
[C]T 300M/S
[D] 331 M/S
Answer:- :-[D] 331 M/S
➤ অল ইন্ডিয়ান মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন ?
[A] ] মৌলনা আহমেদ আলী
[B] মুহাম্মদ আলী জিন্নাহ
[C] আগা খান
[D] হাকিম আজমল খান
Answer:- :-[C] আগা খান
➤ কম্পিউটারের মস্তিষ্ক কোনটিকে বলা হয় কাকে ?
[A] CPU
[B] ALU
[C] মাদারবোর্ড
[D] কীবোর্ড
Answer:- :-[A] CPU

WBPSC Food SI Practice Set -1 : ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট, রইলো বাছাই করা কিছু প্রশ্ন

➤ ইউনিফর্ম সিভিল কোডের সাথে নিম্নের কোন সাংবিধানিক ধারাসংযুক্ত ?
[A] আর্টিকেল 43
[B] আর্টিকেল 45
[C] আর্টিকেল 44
[D] আর্টিকেল 46
Answer:- :-[C] আর্টিকেল 44
➤ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বক্সার মেরি কম কে নিম্নের কোন সর্বোচ্চনাগরিক সম্মান প্রদান করা হয়েছে?
[A] পদ্মশ্রী
[B]পদ্মভূষণ
[C] পদ্মবিভূষণ
[D] ভারতরত্ন
Answer:- :-lBlপদ্মভূষণ
➤ নিম্নের কোন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নিকটে ইলতুতমিসেরসমাধি অবস্থিত ?
[A] হুমায়ন টম্ব
[B] মহাবোধি টেম্পল কমপ্লেক্স
[C] কুতুব মিনার
[D] রেড ফোর্ট কমপ্লেক্স
Answer:- :-[C] কুতুব মিনার
➤ ফিসকাল পলিসির সাথে নিম্নের কোনটি যুক্ত ?
[A] INFLATION
[B] TAXATION
[C] CONSUMPTION
[D] MONEY SUPPLY
Answer:- :-[C] CONSUMPTION
➤ শিল্পাঞ্চলে ব্যবহৃত ক্ষমতার একক হলো – ?
[A])কিলোওয়াট
[B] ওয়াট
[C] জুল
[D] হর্সপাওয়ার
Answer:- :-[D] হর্সপাওয়ার
➤ দুধের ঘনত্ব পরিমাপে নিম্নের কোনটি ব্যবহৃত হয় ?
[A] হাইড্রোমিটার
[B] ল্যাকটোমিটার
[C] ব্যারোমিটার
[D] থার্মোমিটার
Answer:- :-[B] ল্যাকটোমিটার

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad