WBPSC Food SI Practice Set 3 : ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট, রইলো বাছাই করা কিছু প্রশ্ন

Published On:

WBPSC Food SI Practice Set 3 : সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) Food SI পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 3 (WBPSC Food SI Practice Set 3)

Food SI পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। SSC Tricks আয়োজিত WBPSC Food SI Practice Set 3-এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 3 (WBPSC Food SI Practice Set 3)

প্রতিটি প্রশ্ন আগত ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট 3 (WBPSC Food SI Practice Set 3)

আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

১. ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?
উত্তর:- ফতিমা বিবি।

২. ভারতের কোন ক্রিকেটার প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন?
উত্তর:- লালা অমরনাথ।

৩. বাংলা সাহিত্যে নতুনদা চরিত্রের সৃষ্টিকর্তা কে?
উত্তর:- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

৪. কোন অ্যাসিডকে রসায়নের রাজা বলা হয়?
উত্তর:- সালফিউরিক অ্যাসিড।

৫. ব্যারোমিটার কে আবিষ্কার করেন?
উত্তর:- টরিসেলি।

৬. বাংলা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি?
উত্তর:- সুনন্দ।

৭. কলকাতায় কবে প্রথম মেট্রো রেল চালু হয়?
উত্তর:- 1984 খ্রীঃ

WBPSC Food SI Practice Set -1 : ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট, রইলো বাছাই করা কিছু প্রশ্ন

৮. ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি?
উত্তর:- লাদাখ।

৯. ভারতের কোন রাজ্যে কেইবুল লামজো ভাসমান জাতীয় উদ্যান অবস্থিত?
উত্তর:- মণিপুর।

১০. ভারতের কনিষ্ঠতম ভারতরত্ন প্রাপকের নাম কি?
উত্তর:- শচীন টেন্ডুলকার।

১১. অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন?
উত্তর:- 1998 খ্রীঃ।

১২. বিশ্বকাপ ফুটবলের আয়োজক সংস্থার নাম কি?
উত্তর:- ফিফা(FIFA. ।

১৩. গ্যাস লাইটার কে আবিষ্কার করেন?
উত্তর:- উইলিয়াম মারডক।

১৪. কোন দেশকে সোনালী প্যাগোডার দেশ বলা হয়?
উত্তর:- মায়ানমার।

১৫. কলকাতায় কবে প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন বসছিলো?
উত্তর:- 1886 খ্রীঃ।

১৬. কোন পদ্ধতির দ্বারা গাছের বয়স নির্ণয় করা হয়?
উত্তর:- বর্ষ বলয় গণনা।

১৭. শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কী?
উত্তর:- মহাবলীগঙ্গা।

১৮. থাইল্যান্ডের পূর্ব নাম কী ছিলো?
উত্তর:- শ্যামদেশ।

১৯. শ্রীমতি ইন্দিরা গান্ধী কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন?
উত্তর:- 1971 খ্রীঃ

কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন?
উত্তর:- বাচেন্দ্রী পাল।

২১. খান আব্দুল গাফফার খান কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন?
উত্তর:- 1987 খ্রীঃ।

২২. ‘চরিত্রহীন’ উপন্যাসটি কে রচনা করেন?
উত্তর:- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

২৩. বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা হয়?
উত্তর:- নাইট্রিক অ্যাসিড।

২৪. জলাতঙ্ক রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কি?
উত্তর:-রাবিস ভাইরাস।

২৫. শহীদ মিনার কেন নির্মাণ করা হয়েছিল?
উত্তর:- গোর্খা যুদ্ধ বিজয়ের স্মৃতিসৌধ হিসাবে।

২৬. বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয়?
উত্তর:- 27শে সেপ্টেম্বর।

২৭. কোন দেশে প্রথম আধুনিক অলিম্পিক খেলার সূচনা হয়?
উত্তর:- গ্রীস।

২৮. অন্তরা কোন দেশের সংবাদ সংস্থার নাম?
উত্তর:- ইন্দোনেশিয়া।

২৯. কিউবার মুদ্রার নাম কি?
উত্তর:- পেসো।

৩০. যক্ষগণ ভারতের কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য?
উত্তর:- কর্ণাটক।

৩১. কোন মুঘল সম্রাট পর্তুগিজ জলদস্যুদের দমন করেছিলেন?
উত্তর:- শাহজাহান।

৩২. তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল?
উত্তর:- 22 বছর।

৩৩. তাজমহলের মূল স্থাপত্য স্তম্ভের নির্মাণ শিল্পী কে ছিলেন?
উত্তর:- ইসমাইল খাঁ।

৩৪. তাজমহলের নকশা কে তৈরি করেছিলেন?
উত্তর:- ঈশা খাঁ বা ওস্তাদ আহমেদ লাহরি।

৩৫. ফারেনহাইট থার্মোমিটারে বরফের গলনাঙ্ক কত?
উত্তর:- 32°F ।

৩৬. খ্রিস্টীয় পঞ্চম শতকের মাঝামাঝি সময়ে কোন বৈদেশিক জাতি ভারত আক্রমণ করেছিল?
উত্তর:- হুণ।

৩৭. পৃথিবীর শীতলতম স্থানের নাম কি?
উত্তর:- রাশিয়ার ভারখয়ানক্স।

৩৮. মানব শরীরের কোন কোষের সেন্ট্রোজোম নিষ্ক্রিয় থাকে?
উত্তর:- স্নান কোষ।

৩৯. ভারতের কোন রাজ্যে রঙ্গিত বাঁধ অবস্থিত?
উত্তর:- সিকিম।

৪০. ভারতের কোন রাজ্যে বান্ধবগড় জাতীয় উদ্যান অবস্থিত?
উত্তর:- মধ্যপ্রদেশ।

৪১. কোন মোগল সম্রাট ভারতে সতীদাহ প্রথা নিষিদ্ধ করার চেষ্টা করেছিলেন?
উত্তর:- আকবর।

৪২. কোন মোগল সম্রাট ভারতে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেছিলেন?
উত্তর:- ঔরঙ্গজেব।

৪৩. শাজাহান কর্তৃক নির্মিত কোন মসজিদ লাল পাথরে নির্মিত হয়েছিল?
উত্তর:- দিল্লির মতি মসজিদ।

৪৪. পঙ বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
উত্তর:- বিপাশা নদী।

৪৫. শাহজাহানের রাজত্বকালে কে উপনিষদ ও ভাগবত গীতা ফারসি ভাষায় অনুবাদ করেছিলেন?
উত্তর:- দারাশিকো।

৪৬. ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO. কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- 1969 খ্রীঃ।

৪৭. ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO. র সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:- কর্নাটকের বেঙ্গালুরু শহরে।

৪৮. ভারতের কোন রাজ্যে পিন ভ্যালি জাতীয় উদ্যান অবস্থিত?
উত্তর:- হিমাচল প্রদেশ।

৪৯. টিপু সুলতানের রাজধানীর নাম কি ছিল?
উত্তর:- শ্রীরঙ্গপত্তনম।

৫০. রাহিনোস্কোপ (Rhinoscope. যন্ত্র মানব শরীরের কোন অঙ্গ পরীক্ষার কাজে ব্যবহার করা হয়?
উত্তর:- নাক।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad