Free Solar Panel Scheme 2024 : এবার কেন্দ্র সরকার দিচ্ছে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ, কী কী সুবিধা মিলবে জানুন

Published On:

Free Solar Panel Scheme 2024 : কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের জনগণের সাহায্যার্থে নানান সময় নানান রকমের স্কিম নিয়ে আসা হয়। ইদানিংকালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমন একটি  স্কিম নিয়ে আসা হয়েছে, যেখানে মানুষের মুখে ফুটেছে হাসি। এবার কেন্দ্রীয় সরকার একেবারে বিনামূল্যে সরবরাহ করবে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ। এমনকি দেশের জনগণ এবার সেই বিদ্যুৎ থেকেই বাঁচিয়ে তা বিদ্যুৎ সরবরাহ করে কোম্পানীগুলোতে বিক্রি করতে পারবেন এবং দেশের বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানীগুলি সাধারণ জনগণের কাছ থেকে সেই বিদ্যুৎ কিনে তা সরবরাহ করতে পারবে। যে স্কিমের মাধ্যমে এই গোটা বিষয়টি ঘটবে সেই স্কিমটির নাম হলো প্রাধানমন্ত্রী সোলার ঘর যোজনা (Free Solar Panel Scheme 2024)।

প্রধানমন্ত্রী সোলার ঘর যোজনা

চলতি বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটির কথা ঘোষণা করেছিলেন। আর এই স্কিমের উদ্দেশ্যে ইতিমধ্যেই বরাদ্দ করা হয়েছে ৭৫,০০০ কোটি টাকা। আজ আমরা আপনাদের বলতে চলেছি এই প্রধানমন্ত্রী সোলার ঘর যোজনা কেন শুরু করা হয়েছে, এর ফলে সাধারণ মানুষ কী কী সুবিধা পেতে পারে দেশের কোনো রাজ্যে এই স্কিমের প্রতি ইতিবাচক সাড়া পাওয়া গেছে কি না এবং কীভাবে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য। চলুন জেনে নেওয়া যাক (PM SURYA GHAR MUFT BIJLI YOJANA)

সোলার ঘর যোজনা বা সোলার হাউস প্ল্যান কী ও স্কিমটি শুরু করার কারণ কী?

দেশের সকল সাধারণ মানুষের জন্য বিভিন্ন সময়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প বা স্কিম নিয়ে এসেছে দেশের এবং দেশের নাগরিকদের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সর্বদাই সরকার সচেষ্ট। বর্তমানে, এমন একটি উদ্ভাবনী প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার, যার নাম প্রাধানমন্ত্রী সোলার ঘর যোজনা (Free Solar Panel)। এই স্কিমের মাধ্যমে, সাধারণ মানুষ তাদের বাড়ির ছাদে বা জমিতে সোলার প্যানেল বসিয়ে সহজেই সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন।

ভারতে এই স্কিমটি শুরু করার কারণ হলো,
১) দেশে যেতে প্রচলিত শক্তির ব্যবহার কমিয়ে অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ানো যায়।
২) দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কয়লার ব্যবহার কমিয়ে দেশকে দূষণমুক্ত করা।
৩) দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া।
৪) এতদিন প্রচলিত পদ্ধতিতে যে বিদ্যুৎ মানুষের কাছে পৌঁছানো হয়েছে, তার বোঝা কমানো।
৫) দেশে চিরাচরিত বিদ্যুতের ব্যবহার কামনো এবং অ-চিরাচরিত বিদ্যুতের ব্যবহার বাড়ানো।
৬) দেশের মানুষকে বিদ্যুৎ বিষয়ে স্বনির্ভর করে তোলা।

এই স্কিমের মাধ্যমে সাধারণ মানুষ কী কী সুবিধা পাবেন?

সাধারণ মানুষ এই স্কিমের মাধ্যমে বিভিন্ন সুবিধা পাবেন।  যেমন –
১) এই স্কিমের মাধ্যমে দেশের এক কোটি পরিবার ৩০০ ইউনিট বিনামূল্যের সৌর বিদ্যুৎ পাবেন।
২) সাধারণ মানুষ এই বিদ্যুৎ ব্যবহার করার পরে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে আয় করতে পারবেন।
৩) ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই স্কিমে আবেদন করার পর সাধারণ মানুষকে তাদের বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপনের জন্য দুই লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে। নিজের ঘর থেকে টাকা বের না করেই এই কাজ সম্পূর্ণ করতে পারবেন।

কবে মিলবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা? জানুন

আবেদন পদ্ধতি

এই প্রকল্পের জন্য আপনাকে অফলাইনে আবেদন জানাতে হবে। এর জন্য সোলার ঘর যোজনা বা সৌর ঘর যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করে সেই ফর্ম নিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকে গিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে সোলার প্যানেল লাগানোর কাজ শুরু করতে পারবেন (Free Solar Panel Scheme 2024)। এক্ষেত্রে প্রয়োজনীয় নথি হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, মোবাই নম্বর, ইমেইল আইডি ইত্যাদি লাগবে।

Official Website Link- Click Here

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad