Passport : এবার মাত্র এত টাকা দিয়েই বাড়িতে বসে পেয়ে যান পাসপোর্ট! কীভাবে জানুন বিস্তারিত

Published On:

News Desk : এখন থেকে আর পাসপোর্ট বানানোর জন্য আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইন দেওয়ার প্রয়োজনীয়তা নেই। এখন আপনি বাড়িতে বসে অনায়াসেই এবার পাসপোর্ট তৈরি করতে পারবেন। এর জন্য আপনার স্মার্টফোনে একটি অ্যাপ ইন্সটল করতে হবে আর সামান্য কিছু টাকা খরচ করে আপনি সহজেই বাড়িতে বসে কোনোরকম ঝামেলা ঝক্কি ছাড়াই হাতে পেয়ে যাবেন আপনার পাসপোর্ট। বিশদ জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে থাকুন।

পাসপোর্ট তৈরি করতে মানতে হবে বেশ কিছু নিয়ম

আজকাল চাকরি, ব্যবসা, পড়াশোনার পাশাপাশি ভ্রমণের কারণে অনেকেই দেশের বাইরে যান। যার ফলে পাসপোর্ট অত্যন্ত অপরিহার্য। আর এই পাসপোর্ট তৈরি করতে বেশ কিছু নিয়ম মানতে হয়। সঠিক নিয়ম মেনে আবেদন করলে আপনাকে কোনোরকম ঝক্কি পোহাতে হবে না। আজ আমরা তাই বলতে চলেছি কীভাবে আপনি বাড়িতে বসে পাসপোর্টের জন্য আবেদন করবেন সেই সম্পর্কে বিস্তারিত।

কীভাবে বাড়িতে বসে তৈরি করবেন পাসপোর্ট ?

১) বাড়িতে বসে পাসপোর্ট তৈরি করতে প্রথমেই আপনাকে নিজের স্মার্টফোনে mPassport Seva নামক অ্যাপটি ডাউনলোড করতে হবে।

২) এরপর ওই অ্যাপে New User Registration অপশনে ক্লিক করে নিজের নাম নথিভুক্ত করতে হবে।

৩) এরপর ওই অ্যাপের মূল পেজে গিয়ে নিজের স্থায়ী ঠিকানার নিকটতম পাসপোর্ট অফিস নির্বাচন করতে হবে।

৪) আপনি যে রাজ্যের স্থায়ী বাসিন্দা সেখানকার পাসপোর্ট অফিস নির্বাচন করতে হবে।

৫) এরপর আপনার নাম, জন্ম তারিখ, ইমেল আইডি সহ অন্যান্য বিষয়গুলি যথাযথভাবে উল্লেখ করতে হবে।

৬) এরপর লগইন আইডি ও পাসওয়ার্ড, এছাড়াও অন্যান্য বিবরণ, ক্যাপচা কোড উল্লেখ করে Submit অপশনে ক্লিক করতে হবে। তাহলে পাসপোর্টের জন্য আপনার প্রাথমিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

৭) এরপর পাসপোর্ট অফিস থেকে আপনার ইমেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক পাঠানো হবে এবং আপনি ওই ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন ওয়েবপেজ রিডাইরেক্ট করে পৌঁছাবেন। এরপর আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য লগইন আইডি যথাযথভাবে উল্লেখ করে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হওয়ার পর অ্যাপটি সাময়িকভাবে বন্ধ করবেন।

৯) এরপর ফের আপনাকে mPassport Seva অ্যাপে প্রবেশ করতে লগইন করতে হবে। সেখানে লগইন আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে Existing User অপশনে ক্লিক করতে হবে।

১০) সঠিকভাবে লগইন করার পর Apply for Fresh Passport অপশনে ক্লিক করে আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্বাচন করে নিজের প্রয়োজন ও চাহিদা মতো পাসপোর্টের ধরন বেছে নিতে হবে। 

১১) এরপর নিজের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এবং পারিবারিক বিবরণ যথাযথভাবে দিতে হবে। এর পাশাপাশি আপনার সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করতে হবে।

১৬) জরুরি পরিস্থিতিতে কে আপনাকে সাহায্য করতে পারে তাঁর বিবরণও দিতে হবে এবং শেষে পাসপোর্ট ফি বাবদ ১,৫০০ টাকা পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করতে হবে। এরপর নির্ধারিত দিনে পাসপোর্ট কেন্দ্রে যেতে হবে।

১৭) এই সকল প্রক্রিয়ার মাঝে স্থানীয় থানায় আপনার পাসপোর্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া হবে। এই বিষয়টি পাসপোর্ট অফিস থেকে আপনাকে জানিয়েও দেওয়া হবে। তাই অ্যাপের মাধ্যমে আবেদন করলেই যদি ভাবেন পুরো পাসপোর্ট তৈরি হয়ে গেল তা কিন্তু নয়। এর মধ্যবর্তী প্রক্রিয়াগুলিও আপনাকে যথাযথভাবে সম্পন্ন করতে হবে, তবেই আপনি বাড়ি বসেই আপনার পাসপোর্ট পাবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad