WB Gram Panchayat Practice Set-29 : গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট, রইলো বাছাই করা কিছু প্রশ্ন

Published On:

WB Gram Panchayat Practice Set-29 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-29)

Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। SSC Tricks আয়োজিত WB Gram Panchayat Practice Set-29 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-29)

প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও  বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

tarak panchyat

প্রশ্ন. এল কে ঝা কমিটি কবে গঠিত হয় ?

উত্তর:- 1981 সালে

প্রশ্ন. আর চেল্লাইয়া কমিটি কবে গঠিত হয় ?

উত্তর:- 1991 সালে

প্রশ্ন. পার্থসারথি সোম কমিটি কোন সালে গঠিত হয় ?

উত্তর:- 2001 সালে

প্রশ্ন. বিজয় কেলকার কমিটি কোন সালে গঠিত হয় ?

উত্তর:- 2002 সালে

প্রশ্ন. উলঙ্গ রাজা – কার লেখা ?

উত্তর:- নীরেন্দ্রনাথ চক্রবর্তী

প্রশ্ন. বাবরের প্রার্থনা – কার লেখা ?

উত্তর:- শঙ্খ ঘোষ

প্রশ্ন. অরণ্যের অধিকার – কার লেখা ?

উত্তর:- মহাশ্বেতা দেবী

প্রশ্ন. কালবেলা – কার লেখা ?

উত্তর:- সমরেশ মজুমদার

প্রশ্ন. তিস্তা পাড়ের বৃত্তান্ত – কার লেখা ?

উত্তর:- দেবেশ রায়

প্রশ্ন. শ্রেষ্ঠ কবিতা – কার লেখা ?

উত্তর:- জীবনানন্দ দাশ

প্রশ্ন. আরোগ্য নিকেতন – কার লেখা ?

উত্তর:- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

প্রশ্ন. তপস্বী ও তরঙ্গিনী – কার লেখা ?

উত্তর:- বুদ্ধদেব বসু

প্রশ্ন. সাগর থেকে ফেরা – কার লেখা ?

উত্তর:- প্রেমেন্দ্র মিত্র

প্রশ্ন. তাল বেতাল – কার লেখা ?

উত্তর:- অশোক মিত্র

প্রশ্ন. রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) কবে প্রতিষ্ঠা হয় ?

উত্তর:- 1935 সালে

প্রশ্ন. লাইফ ইন্সুরেন্স করপোরেশন অফ ইন্ডিয়া (LICI) কবে স্থাপিত হয় ?

উত্তর:- 1956 সালে

প্রশ্ন. জেনারেল ইন্সুরেন্স করপোরেশন অফ ইন্ডিয়া (GICI) কবে স্থাপিত হয় ?

উত্তর:- 1972 সালে

প্রশ্ন. ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া (UTI) কবে স্থাপিত হয় ?

উত্তর:- 1964 সালে

প্রশ্ন. ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া (IDBI) কবে স্থাপিত হয় ?

উত্তর:- 1964 সালে

প্রশ্ন. হাউসিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (HDFC) কবে স্থাপিত হয় ?

উত্তর:- 1994 সালে

প্রশ্ন. ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) কবে স্থাপিত হয় ?

উত্তর:- 1982 সালে

প্রশ্ন. ন্যাশনাল হাউসিং ব্যাংক (NHB) কবে স্থাপিত হয় ?

উত্তর:- 1988 সালে

প্রশ্ন. সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) কবে স্থাপিত হয় ?

উত্তর:- 1988 সালে

প্রশ্ন. স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া (SIDBI) কবে স্থাপিত হয় ?

উত্তর:- 1990 সালে

প্রশ্ন. ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ফেডারেশন কবে স্থাপিত হয় ?

উত্তর:- 1933 সালে

প্রশ্ন. দিগদর্শন সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন ?

উত্তর:- মার্শম্যান

প্রশ্ন. স্বাধীনতার সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উত্তর:- ক্লিমেন্ট এটলি

প্রশ্ন. The Voice of India এর সম্পাদক কে ছিলেন ?

উত্তর:- দাদাভাই নৌরজী

প্রশ্ন. ‘গান্ধী ভার্সেস লেনিন’ বইটি কার লেখা ?

উত্তর:- এস এন ডাঙ্গে

প্রশ্ন. ভারতের সর্বাধিক জনবিরল কেন্দ্রাশাসিত অঞ্চল কোনটি ?

উত্তর:- লাক্ষাদ্বীপ

প্রশ্ন. ভারতে কবে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন হয় ?

উত্তর:- 1956 সালে

প্রশ্ন. রাজ্য পুনগঠন কমিশন কবে গঠিত হয় ?

উত্তর:- 1953 সালে

প্রশ্ন. চলমান বালিয়াড়ি কে কি বলা হয় ?

উত্তর:- ধ্রিয়ান

প্রশ্ন. লুনি নদীর উৎপত্তিস্থল কোথায় ?

উত্তর:- আন্নাসাগর হ্রদ

প্রশ্ন. সফট ড্রিঙ্কস এর মধ্যে কোন এসিড থাকে ?

উত্তর:- কার্বনিক এসিড

প্রশ্ন. পাচকরসে কোন এসিড থাকে ?

উত্তর:- হাইড্রোক্লোরিক এসিড

প্রশ্ন. টিএনটি বিস্ফোরকে কোন এসিড থাকে ?

উত্তর:- নাইট্রিক এসিড

আরো পড়ুন:-Click Here
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad