WB Student Internship Scheme 2024: এবার রাজ্যে বিনামুল্যে প্রশিক্ষন দিয়ে চাকরির সুবর্ণ সুযোগ! জানুন আবেদন পদ্ধতি

Published On:

WB Student Internship Scheme 2024: রাজ্যের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এবার তপশিলী জাতিভুক্ত যুবক ও যুবতীদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার জন্য বিনা ব্যয়ে অনাবাসিক প্রশিক্ষনের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। এর মাধ্যমে বেকার যুবক যুবতীদের বিনামুল্যে প্রশিক্ষন দিয়ে চাকরির ব্যবস্থা করা হবে। নুন্যতম পঞ্চম শ্রেনী পাশ করলেই এখানে আবেদন করতে পারবেন। কোন বিষয়ে প্রশিক্ষন দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এই সবকিছু আমরা আজকের এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি। আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

নিয়োগ সংস্থা – পশ্চিমবঙ্গ তপশিলী জাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন ও বিত্ত নিগম (পশ্চিমবঙ্গ সরকারের অধীন একটি সংস্থা)।
ঠিকানা- C.F. 217/A/1, Sector-1, Saltlake, Kolkata-700064।

পদের  নাম – Plumber General

শূন্যপদ – ২৪০টি

বয়সসীমা – এখানে আবেদনকারীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা – এই পদে প্রশিক্ষন নেবার জন্য প্রার্থীদের যেকোনো স্কুল থেকে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি প্রার্থীর পারিবারিক বার্ষিক আয়হতে হবে সর্বাধিক ৩ লক্ষ টাকার কম।

আরো পড়ুন:- এবার রাজ্যে অতিথি শিক্ষক ও গ্রুপ ডি পদে নিয়োগ, জানুন আবেদন পদ্ধতি

জেলার নাম  ও প্রশিক্ষন কেন্দ্রের ঠিকানা

আলিপুরদুয়ার –  Falkata, Coochbehar Road, Ward No 12, Dist- Alipurduar, Pin-735211

কোচবিহার – Baneswar, Block Coochbehar-II, Dist-Coochbehar, Pin-73613

আবেদন পদ্ধতি –  এখানে (WB Student Internship Scheme 2024) আগ্রহী প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানাতে হবে wbbcdev.gov.in ওয়েবসাইটের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ – ১০ই মার্চ, ২০২৪

অফিশিয়াল নোটিশ –  Download Pdf

ওয়েবসাইট –  wbbcdev.gov.in

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad