WB Home Guard Recruitment 2024: সুখবর! এবার অষ্টম শ্রেণী পাশে রাজ্যে হোম গার্ড নিয়োগ, শূন্যপদ ১৪ হাজার, জানুন আবেদন পদ্ধতি

Published On:

WB Home Guard Recruitment 2024: এবার রাজ্যের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে হোমগার্ড পদে কর্মী নিয়োগের জন্য নয়াবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজ্যের সকল বেকার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আজকের প্রতিবেদনে আমরা এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য দিতে চলেছি। তাই দেরি না করে চটজলদি পড়ে নিন সম্পূর্ণ প্রতিবেদনটি।

পদের নাম- অস্থায়ী হোমগার্ড (Temporary Homeguard)।

শূন্যপদ- মোট শূন্যপদ ১৪,০০০টি

শিক্ষাগত যোগ্যতা- অস্থায়ী হোমগার্ড পদে (WB Home Guard Recruitment 2024) আবেদনের জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃতি বোর্ডের বিদ্যালয় থেকে নুন্যতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে, এর পাশাপাশি মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ, গ্রাজুয়েশন পাশ এমনকি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা- অস্থায়ী হোমগার্ড পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স কত হতে হবে সেই সম্পর্কে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ নেই, তবে নুন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে প্রার্থীর বয়স হলেই আবেদন করা যাবে বলে অনুমান করা হচ্ছে।

বেতন – এখানে প্রার্থীদেরকে দৈনিক ৬২৬ টাকা করে বেতন হিসেবে মোট ১০ দিনের কাজের ভিত্তিতে ৬,২৬০ টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া— উল্লিখিত পদে (WB Home Guard Recruitment 2024) নিয়োগের ক্ষেত্রে কোনোপ্রকার লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেওয়া হবে না। ১০ দিনের জন্য চুক্তির ভিত্তিতে এখানে নিয়োগ প্রদান করা হবে।  যাদের শারীরিক সক্ষমতা ভালো, তাদেরকেই সরাসরি নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের মূলত দুর্গা পুজোতে মুলত ভিড় সামলানোর কাজ করতে হবে, এছাড়া ভলেন্টিয়ার হিসেবে পুলিশকে কাজে সাহায্য করতে হবে বলেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, যারা হোমগার্ড পদের জন্য নির্বাচিত হবেন, তাদেরকে তিন দিনের একটি ফর্মাল ট্রেনিং দেওয়া হবে।

প্রয়োজনীয় নথি — উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য যে যে প্রয়োজনীয় নথি লাগবে সেগুলি হলো –

* প্রার্থীর আধার কার্ড ও ভোটার কার্ড
* প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার মার্কশীট, অ্যাডমিট কার্ড
* প্রার্থীর ব্যাঙ্কের পাশবইয়ের জেরক্স

আবেদন পদ্ধতি— উল্লিখিত পদে (WB Home Guard Recruitment 2024) আবেদন জানানোর জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে নিকটবর্তী থানায় গিয়ে সাদা কাগজে হাতেকলমে দরখাস্ত লিখে আবেদন জানাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীকে নিজের আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশীট, অ্যাডমিট কার্ড এবং ব্যাঙ্কের পাশবইয়ের জেরক্স প্রভৃতি নথি জমা দিতে হবে, তাহলেই প্রার্থীর আবেদন সম্পন্ন হবে। বিস্তারিত তথ্য জানতে আপনার নিকটবর্তী থানায় যোগাযোগ করতে পারেন।

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ – ১৭ই সেপ্টেম্বর ২০২৪

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad