SBI E-Mudra Loan: সুখবর! এবার স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলেই আপনি পাবেন ১ লাখ টাকা! জানুন বিস্তারিত

Published On:

News Desk : আপনার কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে? তাহলে আপনার জন্য রয়েছে দারুন এক সুখবর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের সবচেয়ে বৃহৎ বাণিজ্যিক ব্যাঙ্ক। ভারতের প্রায় সব জায়গাতেই এই ব্যাঙ্কের শাখা এবং এটিএম রয়েছে। অন্যান্য ব্যাঙ্কগুলির তুলনায় এই ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা অনেকটাই বেশি। এসবিআই তাদের গ্রাহকদের আর্থিক পরিষেবা দেওয়ার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে একাধিক পদক্ষেপ নিচ্ছে। আর এবার সেই উদ্দেশ্যে এসবিআই চালু করেছে ই-মুদ্রা লোন। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত তথ্য।

খুব সহজেই পাবেন ১ লক্ষ টাকা

মাথায় নানা রকম চিন্তা ভাবনা থাকা সত্ত্বেও অনেকেই অর্থের অভাবে নিজস্ব ব্যবসা শুরু করতে পারেন না। তবে এখন আর চিন্তা নেই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই প্রকল্পের আওতায় আপনি আপনার ব্যবসা শুরু করার কিংবা ব্যবসার সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় অর্থ পাবেন। তবে, এই ব্যাঙ্কে কেবল আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, আর তাহলেই পেয়ে যাবেন ব্যবসা শুরুর পুঁজি। কেন্দ্র সরকার আগেই দেশের তরুণ সম্প্রদায়ের আর্থিক উন্নতির জন্য মুদ্রা যোজনা চালু করেছিল। এসবিআই এবার সেই প্রকল্পকেই আরো বড় আকারে নিজের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে। এই প্রকল্পের অধীনে আপনি ব্যাঙ্ক থেকে খুব সহজেই ১ লক্ষ টাকা ঋণ নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারবেন। এই সুবিধাটি কেবলমাত্র স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্যই উপলব্ধ।

কারা ই-মুদ্রা লোনের আবেদন করতে পারবেন?

আপনি এই ঋণ নিতে পারবেন কেবলমাত্র ব্যবসা করার জন্য। এই ঋণ পেতে হলে আপনার স্টেট ব্যাঙ্কে সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে। সেই অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক থাকতে হবে। এই ঋণ নিতে চাইলে স্টেট ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্টটিকে অন্তত ৬ মাসের পুরনো হতে হবে। আপনি যদি কোনো সংরক্ষিত শ্রেণির মানুষ হন, তবে এই ঋণ পেতে বেশি সুবিধা হবে আপনার।

ঋণের মেয়াদ কত?

ব্যবসা করার আপনি ই-মুদ্রা লোন নিলে, তা শোধ করার জন্য পাঁচ বছর সময় পাবেন, অর্থাৎ এর মেয়াদ ৫ বছর।

 অনলাইন ও অফলাইনে আবেদন

আপনি অনলাইন কিংবা অফলাইন দুই ভাবেই ই-মুদ্রা লোন পাবার জন্য আবেদন করতে পারেন। তবে, ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে চাইলে তবেই বাড়িতে বসে অনলাইনেই আবেদন করে সহজেই পেয়ে যাবেন। আর যদি তার বেশি পরিমাণ ঋণ নিতে চান, তবে আপনাকে আপনার নিকটবর্তী এসবিআই শাখায় গিয়ে ঋণের জন্যে আবেদন করতে হবে। মুদ্রা লোনে কেন্দ্র ভর্তুকি দেয়।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad