India Post Office Recruitment : সুখবর! পোস্ট অফিসে হতে চলেছে কর্মী নিয়োগ! জানুন বিস্তারিত

Published On:

News Desk : সরকারি চাকরি তাও আবার পোস্ট অফিসের (India Post Office Recruitment)! হ্যা ঠিক শুনছেন। আজকাল সরকারি চাকরি (Government Job) পাওয়া ভাগ্যের ব্যাপার, তবে ভারতীয় ডাক বিভাগে (India Post) দেশ জুড়ে, কখনো কোনো রাজ্যে, আবার কখনো আঞ্চলিকভাবে নিয়োগ প্রক্রিয়া হয়েই চলেছে। আবারো ফের ভারতীয় ডাক বিভাগে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলুন জেনে নিই আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য।

পদের নাম – ড্রাইভার

শূন্যপদ – ৭৮ টি। OBC, SC, ST দের জন্য আলাদা আলাদা সংরক্ষণ রয়েছে। শূন্য পদের বিষয়ে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা – উল্লিখিত পদে (India Post Office Recruitment) আবেদন করতে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করা থাকতে হবে। এছাড়া, আবেদনকারীদের চার চাকা জাতীয় গাড়ি চালানোর অভিজ্ঞতা ও পূর্ণ দক্ষতা থাকতে হবে এবং প্রার্থী যদি কোনোভাবে শারীরিক ও মানসিক দিক থেকে অক্ষম হন, তবে তিনি আবেদন করতে পারবেন না। India Post Office Recruitment

আরো পড়ুন:- এবার গ্রাম পঞ্চায়েতে হতে চলেছে কর্মী নিয়োগ! যোগ্যতা মাধ্যমিক! জানুন আবেদন পদ্ধতি

প্রয়োজনীয় ডকুমেন্টস – সংশ্লিষ্ট পদে আবেদন করতে আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি ও সিগনেচার, ফটো আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, বৈধ ড্রাইভিং লাইসেন্স, জাতি গত শংসাপত্র, বয়সের শংসা পত্র লাগবে।

বেতন – প্রথম দিকে ১৯০০০ টাকা করে বেতন দেওয়া হবে। পরবর্তীকালে এই বেতন সীমা ৬৩০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে। এর সঙ্গে থাকবে TA, DA, ESI, Provident Fund, Pension, Gratuity ও অন্যান্য সুযোগ সুবিধা।

বয়সসীমা- এই পদে আবেদন জানতে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছর বয়সের মধ্যে হতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয়েছে, যেমন OBC দের ক্ষেত্রে ৩ বছর এবং SC ও ST দের ক্ষেত্রে ৫ বছর।

নিয়োগ পদ্ধতি – প্রার্থীদের সংশ্লিষ্ট পদগুলিতে (India Post Office Recruitment) দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমেই অনলাইনে লিখিতভাবে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। মোট ৮০ নম্বরের ওপর এই পরীক্ষা হবে। পরীক্ষার সিলেবাস, প্যাটার্ন, সময় ও অন্যান্য বিবরণ বিজ্ঞপ্তির মধ্যে পাওয়া যাবে। পরীক্ষার ১০ দিন আগে এডমিট কার্ড প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট মারফত তা ডাউনলোড করে নিতে পারবেন। প্রিলিমিনারি পরীক্ষার পরের ধাপ হল ইন্টারভিউ ও স্কিল টেস্ট, যা একই সাথে হবে মোট ২০ নম্বরে। এর পাশাপাশি অরিজিনাল ডকুমেন্টসও যাচাই করা হবে। India Post Office Recruitment

আবেদন পদ্ধতি – উল্লিখিত পদে আবেদন করতে প্রথমে নিচের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি ডাউনলোড করে সংযুক্ত আবেদন পত্রটিকে প্রিন্ট করে সঠিক তথ্য দিয়ে আবেদন পত্র নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলিকে এক কপি করে জেরক্স করে নিন। আবেদন পত্রের ওপর ছবি লাগিয়ে নিজের হাতে সিগনেচার করুন। ফিলাপ করা আবেদনপত্রের সঙ্গে ডকুমেন্টগুলি এবং আবেদনপত্র হিসেবে ১০০ টাকার একটি ডিমান্ড ড্রাফ্ট বা চেক এক সঙ্গে করে একটি মুখবন্ধ খামে ভরে খামের উপর যে পদের জন্য আবেদন করছেন তার নাম উল্লেখ করে নির্দিষ্ট সময়ের মধ্যে  বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্র পাঠানোর ঠিকানায় তা পাঠিয়ে দিতে হবে।

আবেদনের শেষ তারিখ – ১৬ই ফেব্রুয়ারি, ২০২৪

অফিশিয়াল ওয়েবসাইট : www.indiapost.gov.in

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad