DSSSB Dak Peon Recrutiment 2024: এবার সরকারি ডাক পিওন নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক! জানুন আবেদন পদ্ধতি

Published On:

DSSSB Dak Peon Recrutiment 2024: এবাররাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর। Delhi Subordinate Services Selection Board (DSSSB) এর পক্ষ থেকে সম্প্রতি ডাক পিওন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মাধ্যমিক পাশেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের ২৩টি জেলা থেকে পুরুষ নারী সবাই আবেদন জানাতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য।

নিয়োগ সংস্থা – Delhi Subordinate Services Selection Board (DSSSB)

পদের নাম— Peon/Orderly/Dak Peon

শূন্যপদ –  ৯৯টি (UR- 43, EWS- 10, OBC- 29, SC- 08, ST- 09)।

বয়সসীমা— উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স নুন্যতম ১৮ বছর থেকে সর্বচ্চ ২৭ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়মানুসারে OBC কাস্টদের জন্য ০৩ বছর এবং SC/ST প্রার্থীদের জন্য ০৫ বছর বয়সের উর্ধসীমায় ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন— পে লেভেল ০৩ অনুযায়ী এখানে প্রার্থীদের প্রতিমাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা – এখানেডাক পিওন পদে (DSSSB Dak Peon Recrutiment 2024) আবেদন করতে চাইলে, প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে মাধ্যমিক পাশ অথবা সমতুল্য যোগ্যতা থাকতে হবে, তবেই এখানে আবেদন করা যাবে।

নিয়োগ পদ্ধতি – এখানে দুটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। প্রথমে ১০০ নম্বরের MCQ ধর্মী অবজেক্টিভ টেস্ট নেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ১৫ নম্বরের ইন্টারভিউ-এর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ হতে পারলে প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে।

পরীক্ষার সিলেবাস –
Subject                      Questions                   Marks
English                         25                                25
Hindi                              25                                25
General Knowledge     25                                 25
(including Current Affairs)
Arithmetic                     25                                 25
        Total                     100                              100

অন্যান্য তথ্য- এখানে জেনারেল/OBC-রা লিখিত পরীক্ষায় ৫০ নম্বর পেলে পাশ করবেন, SC/ST-রা ৪৫ নম্বর পেলে পাশ করবেন। ১২০ মিনিট বা ঘণ্টার পরীক্ষা হবে, PWD দের জন্য ১৬০ মিনিট সময় বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য এখানে ০.২৫ মার্ক কাটা হবে। শুন্যপদের ১০ গুন প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে এখানে।

আবেদন পদ্ধতি— এখানে (DSSSB Dak Peon Recrutiment 2024) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে সংস্থার অফিশিয়াল পোর্টাল dsssbonline.nic.in – এ গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর এখানে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, ফোন নম্বর, ইমেল আইডি, ঠিকানা দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। তারপর পাসপোর্ট সাইজ ফোটো, সই এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করতে হবে। এরপর আবেদন ফি জমা করে ফর্মটি ফাইনাল সাবমিট করলেই ফর্ম ফিলাপ সম্পন্ন হবে। অবশ্যই সিস্টেম জেনারেটেড একনলেজমেন্ট স্লিপ প্রিন্ট করে নিজের কাছে রাখবেন। পরবর্তীতে প্রয়োজনে লাগবে।

আবেদন ফি– এখানে জেনারেল, OBC কাস্টের পুরুষ প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি দিতে হবে এবং অন্যান্য প্রার্থীদের কোনোপ্রকার ফি জমা দিতে হবে না।

আবেদনের শেষ তারিখ – ১৮ই এপ্রিল, ২০২৪

অফিশিয়াল বিজ্ঞপ্তি : Download Now

আবেদন লিঙ্ক : dsssbonline.nic.in

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad