GP Birla Scholarship : চলতি বছরের মাধ্যমিক কিম্বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সকল ছাত্র-ছাত্রী ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য আজ আমরা নিয়ে এসেছি দারুন একটি সুখবর। আসলে জিপি বিড়লা এডুকেশনাল ফাউন্ডেশন এর তরফ থেকে এবার ছাত্র-ছাত্রীদের জন্য একটি স্কলারশিপ এর ঘোষণা করা হয়েছে। সরকারের তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য নানান রকমের স্কলারশিপ এর ব্যবস্থা করা হয়ে থাকে, যাতে ছাত্রছাত্রীরা অর্থের অভাবে পড়াশোনা থেকে পিছিয়ে না আসে। আর এবার সরকারি স্কলারশিপের পাশাপাশি ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আজকের প্রতিবেদনে আমরা জি.পি. বিড়লা স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে চলেছি । তাহলে চলুন জেনে নেওয়া যাক।
জি. পি . বিড়লা স্কলারশিপ কী?
এবার পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীরা যাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে দুর্দান্ত ফল করে উচ্চশিক্ষার জন্য এগিয়ে যেতে পারে সে জন্য জি.পি. বিড়লা এডুকেশানাল ফাউন্ডেশনের তরফ থেকে চালু করা হলো জি.পি. বিড়লা স্কলারশিপ (GP Birla Scholarship)। এই স্কলারশিপ এর জন্য যারা যোগ্য বলে বিবেচিত হবে সেই সকল নির্বাচিত ছাত্রছাত্রীদের পড়াশুনোর সময় টিউশন ফি এবং হোস্টেল ফি বাবদ সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। এমনকি প্রথম বর্ষে বই কেনার জন্য এককালীন ৭,০০০ টাকা দেওয়া হবে পড়ুয়াদের। সকল ছাত্র-ছাত্রীরা সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত এই স্কলারশিপ পাবেন।
কারা আবেদন করতে পারবেন?
১) এই স্কলারশিপ পেতে হলে ছাত্র ছাত্রীদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
২) যে সকল ছাত্র ছাত্রীরা ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক (WBCHSE) পরীক্ষায় ৮৫ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়েছে, অথবা আইএসসি/ সিবিএসই পরীক্ষায় ৯০ শতাংশ কিংবা তার বেশি নম্বর পেয়েছে তারা এই স্কলারশিপের জন্য বিবেচিত হবেন।
৩) স্কলারশিপ পেতে গেলে ছাত্র ছাত্রীর পারিবারিক আয় হতে হবে বার্ষিক তিন লক্ষ টাকার কম।
আবেদন পদ্ধতি
এই স্কলারশিপের জন্য ছাত্রছাত্রীরা অনলাইন এবং অফলাইন দুই রকমই পদ্ধতিতেই আবেদন জানাতে পারবেন। অনলাইনে আবেদন জানাতে গেলে জি.পি. বিড়লা এডুকেশানাল ফাউন্ডেশনের ওয়েবসাইট www.gpbirlaedufoundation.com এর মাধ্যমে যাবতীয় তথ্য সহ প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সাবমিট করতে হবে এবং অফলাইনে আবেদন জানানোর জন্য প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে নিতে হবে। তারপর হাতে কলমে তা পূরণ করে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আবেদন সম্পন্ন হবে।
আবেদনের ঠিকানা
জি.পি. বিড়লা এডুকেশানাল ফাউন্ডেশন
৭৮. সৈয়দ আমীর আলি এভিনিউ, কলকাতা-৭০০ ০১৯ (ল্যান্ডমার্ক: কলকাতা আইস স্কেটিং রিঙ্ক)
আবেদনের শেষ তারিখ
এই স্কলারশিপের (GP Birla Scholarship) জন্য আবেদনের শেষ তারিখ হলো ১৫ই আগষ্ট, ২০২৪
অফলাইন Application ফর্ম পিডিএফ ডাউনলোড – click here
অফিসিয়াল নোটিফিকেশন এবং পোস্টার ডাউনলোড – click here
অনলাইন আবেদনের লিংক – Apply Now