WB Gram Panchayat Practice Set-19 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।
গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-19)
Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। SSC Tricks আয়োজিত WB Gram Panchayat Practice Set-19 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।
গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট (WB Gram Panchayat Practice Set-19)
প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।
আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।
প্রশ্ন. হরমুজ প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?
উত্তর:- সংযুক্ত আরব আমিরশাহী ও ইরান
প্রশ্ন. উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে ?
উত্তর:- ২১ জুন
প্রশ্ন. খামসিন নামক স্থানীয় বায়ু কোথায় প্রবাহিত হয় ?
উত্তর:- মিশর
প্রশ্ন. স্বয়ংক্রিয় ফ্লাশে কোন পক্রিয়া ব্যবহৃত হয় ?
উত্তর:- সাইফন ক্রিয়া
প্রশ্ন. তরল বা গ্যাসে কোনো বস্তু আংশিক বা সম্পূর্ণ ডোবালে বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ অনুভূত হয় তার নাম কি ?
উত্তর:- প্লবতা
প্রশ্ন. ব্যারোমিটারে পারদ ধীরে ধীরে বাড়লে কি বোঝায় ?
উত্তর:- আবহাওয়া শুস্ক ও পরিষ্কার
প্রশ্ন. ঘাত এর SI পদ্ধতিতে একক কি ?
উত্তর:- নিউটন
প্রশ্ন. গভীরতা বৃদ্ধির সঙ্গে তরলের মধ্যে চাপের কি পরিবর্তন হয় ?
উত্তর:- বৃদ্ধি পায়
প্রশ্ন. যে সকল পরজীবী পোষক দেহে রোগ সৃষ্টি করে তাদের কে বলে ?
উত্তর:- প্যাথোজেন
প্রশ্ন. ব্রেন ইমেজিং এই ক্ষেত্রে কোন আইসোটোপ ব্যবহৃত হয় ?
উত্তর:- আয়োডিন – 123
প্রশ্ন. ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক ?
উত্তর:- অ্যালুমিনিয়াম
প্রশ্ন. কপারের সাথে কি মেশালে ব্রোঞ্জ তৈরি হয় ?
উত্তর:- টিন (Sn)
প্রশ্ন. মিথাইল অরেঞ্জ কে ক্ষারে ডোবালে কি রং হয় ?
উত্তর:- হলুদ
প্রশ্ন. অণুজীবের দৈঘ্য ও ব্যাসার্ধ পরিমাপের ক্ষেত্রে ব্যবহারিক একক কি ?
উত্তর:- ন্যানোমিটার
প্রশ্ন. পৃষ্ঠটানের SI পদ্ধতিতে একক কি ?
উত্তর:- নিউটন/মিটার
প্রশ্ন. সান্দ্রবল এবং ঘর্ষন বল উভয়ই কোন বলের প্রভাবে উৎপন্ন হয় ?
উত্তর:- আন্তরাণবিক বল
প্রশ্ন. ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যাওয়া কোন নীতির উদাহরণ ?
উত্তর:- বানৌলির নীতি
প্রশ্ন. স্থিতিস্থাপক গুনাঙ্কের একক কি ?
উত্তর:- নিউটন/মিটার^2
প্রশ্ন. একটি প্রসার্যশীল পদার্থের উদাহরণ কি ?
উত্তর:- সোনা
প্রশ্ন. কোন বল কুলম্বের সূত্র মেনে চলে না ?
উত্তর:- নিউক্লিয় বল
প্রশ্ন. ফোম কলয়েডের বিস্তার মাধ্যম কি ?
উত্তর:- তরল
প্রশ্ন. চাপ বাড়ালে গ্যাসের দ্রাব্যতার কি পরিবর্তন হয় ?
উত্তর:- বৃদ্ধি পায়
প্রশ্ন. সোনার খাদ দ্রবীভূত করার জন্য দ্রাবক হিসাবে কোন অ্যাসিড ব্যবহৃত হয় ?
উত্তর:- নাইট্রিক অ্যাসিড
প্রশ্ন. ‘সত্যমেব জয়তে’ এটি কোন প্রাচীন শাস্ত্রের মধ্যে রয়েছে ?
উত্তর:- মুণ্ডক উপনিষদ
প্রশ্ন. .ভারতে সমুদ্র পৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ক্রিকেট গ্রাউন্ডটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:- হিমাচল প্রদেশ
প্রশ্ন. ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া ?
উত্তর:- রাশিয়া
প্রশ্ন. মৌর্য বংশের শেষ রাজা কে ?
উত্তর:- বৃহদ্রথ
আরো পড়ুন:- | Click Here |