News Desk : ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে লোকসভার ভোট, আর তার আগেই এবার রাজ্যের তরুণদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় (Mamata Banerjee) দিলেন দারুন খুশির সুখবর। এবার রাজ্যের সকল SC-ST দের পাশাপাশি জেনারেলদের জন্যেও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বুধবার হাওড়া জেলায় বিভিন্ন দফতরের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি বলেন, এবার থেকে সকল তফসিলি জাতির পাশাপাশি যোগ্যশ্রী প্রকল্পের (Joggoshree Prokolpo) সুবিধা পাবে সাধারণ শ্রেণীর মানুষও।
নয়া উদ্যোগ মমতার
তিনি রাজ্যের সকল তরুণদের জন্যই নিয়ে এসেছেন ‘যোগ্যশ্রী প্রকল্প’ (Joggoshree Prokolpo)। ইতিমধ্যে একাধিক সরকারি প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সকল পড়ুয়াদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন। সবুজ সাথী প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে পড়ুয়ারা সাইকেল পেয়েছেন। এর পাশাপাশি পড়ুয়াদের দেওয়া হয়েছে মোবাইল, এছাড়াও পড়ুয়াদের জন্য চালু করা হয়েছে কন্যাশ্রীর প্রকল্প। এমনকি স্টুডেন্ট ক্রেডিট কার্ড-এর মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন নেওয়ার সুবিধাও দেওয়া হয়েছে। Joggoshree Prokolpo
কী বললেন মুখ্যমন্ত্রী?
এইদিন মুখ্যমন্ত্রী বলেন যে, ‘রাজ্যের অনেক পড়ুয়া IAS, IPS, ডাক্তার, WBCS, WBPS ইঞ্জিনিয়ার, শিক্ষক হতে চান। তাদের লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে যাতে কোনওভাবেই আর্থিক প্রতিবন্ধকতা কাজ না করে সেই জন্য বিনা মূল্যে ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করা হচ্ছে রাজ্যের তরফে।’ রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে গোটা রাজ্যে মোট ৫১টি কোচিং সেন্টার রয়েছে। এবার জেনারেল কাস্টের অন্তর্ভূক্ত ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আরো ৫০টি সেন্টার তৈরি করার কথা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন নির্বাচনের আগে এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
কী কারণে এই উদ্যোগ?
পড়ুয়াদের সর্বভারতীয় স্তরের পরীক্ষার প্রস্তুতি নিতে অনেক খরচ করতে হয়। তফসিলি জাতি, উপজাতি এবং আদিবাসী পড়ুয়াদের জন্য নানাবিধ সুযোগ সুবিধা থাকলেও জেনারেল কাস্টের ছাত্রছাত্রীদের জন্য আলাদা করে কোনো সুযোগ সুবিধা না থাকায় তারা অনেক সময় খরচের পরিমাণ শুনে পিছিয়ে আসেন। তাই তাদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেছেন, যাতে যোগ্য পড়ুয়ারা আর্থিক সমস্যার কারণে পিছিয়ে না পড়ে।
কীভাবে প্রশিক্ষণের সুযোগ পাওয়া যাবে?
এই ট্রেনিং সেন্টারগুলিতে প্রশিক্ষণের জন্য আগে প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। প্রবেশিকা পরীক্ষায় পাশ করলে, তবেই অ্যাডমিশন পাওয়া যাবে। সেখান থেকে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন। Joggoshree Prokolpo