How a Working Man can Become a Millionaire : দিনে দিনে যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, তাতে শুধুমাত্র চাকরি করে অর্থ উপার্জন করলেই হবে না। এর পাশাপাশি আরও কিছু করা প্রয়োজন। অনেকেই চাকরির পাশাপাশি ব্যবসা করার জন্য পরিকল্পনা করে থাকেন। কারণ শুধুমাত্র অর্ধ উপার্জন করলেই হবে না অর্থ উপার্জন করে মাস গেলে সংসার চালানোর পরও কিছু সঞ্চয় করে রাখা প্রয়োজন ভবিষ্যতের জন্য। যদি আপনি অল্প অল্প করে টাকা জমাতে থাকেন, তা একসময় বিপুল টাকায় পরিণত হতে পারে। আমরা আজ এই প্রতিবেদনে টাকা জমানোর এমন এক পদ্ধতি সম্পর্কে বলতে চলেছি, যা আপনি ব্যাংকের মাধ্যমে করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত। How a Working Man can Become a Millionaire
সাধারণ মধ্যবিত্ত থেকে কোটিপতি
একজন ব্যক্তি যদি ২৫ বছর বয়সে চাকরি পেয়ে থাকেন তবে তা চলবে তার ৬০ বছর পর্যন্ত। ধরুন ওই ব্যক্তি প্রতি মাসে ১২,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকা আয় করেন। সেক্ষেত্রে ওই ব্যক্তি যদি ২৫ বছর বয়স থেকে ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ১,০০০ টাকা করে মিউচুয়াল ফান্ডে SIP তে টাকা জমান, তবে তিনি পাবেন ১ কোটিরও বেশি টাকা রিটার্ন। এর কারণ হলো মিউচুয়াল ফান্ডের SIP তে চক্রবৃদ্ধি হারে সুদ গননা করা হয়। সহজ ভাষায় বলে ব্যাংকে যেমন আপনার জমা করা টাকার উপর সুদ দেওয়া হয়, SIP তে আবার ওই সুদের উপরেও সুদ দেওয়া হয়।
মেয়াদ ও রিটার্নের পরিমাণ
আপনি যদি ২৫ বছর বয়স থেকে ইনভেস্টমেন্ট শুরু করেন এবং প্রতিমাসে ১০০০ টাকা করে SIP তে জমা করেন, তবে কত সময়ের মেয়াদে কত রিটার্ন পেতে পাবেন চলুন দেখে নেওয়া যাক।
১)বয়স- ২৫ থেকে ৪০ বছর
বিনিয়োগের সময়কাল- ১৫
রিটার্নের পরিমাণ- ৬,৭৬,৮৬৩ টাকা
২)বয়স- ২৫ থেকে ৪৫ বছর
বিনিয়োগের সময়কাল- ২০
রিটার্নের পরিমাণ- ১৫,১৫,৯৫৫ টাকা
৩)বয়স- ২৫ থেকে ৫০ বছর
বিনিয়োগের সময়কাল- ২৫
রিটার্নের পরিমাণ- ৩২,৮৪,০৭৪ টাকা
৪)বয়স- ২৫ থেকে ৫৫ বছর
বিনিয়োগের সময়কাল- ৩০
রিটার্নের পরিমাণ- ৭০,০৯,৮২১ টাকা
৫)বয়স- ২৫ থেকে ৬০ বছর
বিনিয়োগের সময়কাল- ৩৫
রিটার্নের পরিমাণ- ১,৪৮,৬০,৬৪৫ টাকা
ক্যালকুলেশন করার জন্য ক্লিক করুন : SIP Calculator
মিউচুয়াল ফান্ডের SIP তে টাকা বিনিয়োগ পদ্ধতি
আপনি মূলত দুটি পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডের SIP তে টাকা বিনিয়োগ করতে পারেন। প্রথম পদ্ধতিতে আপনি সরাসরি আপনার মোবাইল থেকে মিউচুয়াল ফান্ডের SIP তে টাকা বিনিয়োগ করতে পারেন এবং দ্বিতীয় পদ্ধতিতে আপনি ব্যাংকে গিয়ে ব্যাংকের মাধ্যমে মিউচুয়াল ফান্ডের SIP তে টাকা বিনিয়োগ করতে পারবেন। তবে, সরাসরি বিনিয়োগের ক্ষেত্রে আপনার থেকে কোনো চার্জ করা হয় না, কিন্তু ব্যাংকের মাধ্যমে বিনিয়োগ করলে ব্যাংক আপনার থেকে কিছু পরিমাণ চার্জ কাটবে। How a Working Man can Become a Millionaire