How to become a bank manager : কীভাবে ব্যাংক ম্যানেজার হওয়া যায়? জানুন বিস্তারিত

Published On:

How to become a bank manager : প্রতিটি ব্যাংকে ব্যাংক ম্যানেজার পদটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ পদ। ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের যাবতীয় কাজ পরিচালনা করেন। আপনি যদি ব্যাংক ম্যানেজার পদে চাকরি পেতে আগ্রহী হয়ে থাকেন, অথচ কীভাবে ব্যাংক ম্যানেজার হবে (How to become a bank manager), এর জন্য যোগ্যতা কী লাগে তা জানেন না, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। আজ আমরা আপনাদের  ব্যাংক ম্যানেজার সম্পর্কিত সমস্ত তথ্য দিতে চলেছি। চলুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে বিস্তারিত।

ব্যাংক ম্যানেজারের কাজ কী?

সরকারি হোক আর বেসরকারি যে কোনো ব্যাংকে যে সকল কর্মচারীরা কাজ করেন, তাদের সিনিয়ার পদ হলো ব্যাংক ম্যানেজারের পদ, যিনি ওই ব্যাংকের সমস্ত কাজ দেখাশোনা করেন। একজন ব্যাংক ম্যানেজার ব্যাংকের কর্মচারীদের কাজের গতিবিধিকে নিয়ন্ত্রণ করে।

কীভাবে ব্যাংক ম্যানেজার হওয়া যায়?

ব্যাংক ম্যানেজারের পদে চাকরি পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করা প্রয়োজন, কারণ ব্যাংক ম্যানেজার পদে চাকরি পাওয়া খুব কঠিন। লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করে থাকেন। গ্রাজুয়েশন পাস এবং ভালো শিক্ষাগত যোগ্যতা, এর পাশাপাশি ব্যাংকিং বিষয়কে জ্ঞান থাকলে ব্যাংক ম্যানেজার পদে চাকরি পাওয়া খানিক সহজ হয়ে যায় (How to become a bank manager)।

 কীভাবে রেলের লোকো পাইলট হওয়া যায় ? বেতন, যোগ্যতা, নিয়োগ পদ্ধতি সম্পর্কে জানুন

যোগ্যতা

প্রার্থীদের ব্যাংক ম্যানেজার পদে আবেদন করার জন্য প্রথমে যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে ৬০ শতাংশ নম্বর পেয়ে গ্রাজুয়েশন পাস করতে হবে। অনেক ব্যাংকের ক্ষেত্রে এর থেকে কম নম্বর পেলেও আবেদন করা যায়, আর তাছাড়া SC, ST দের ক্ষেত্রে নম্বরের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। এর পাশাপাশি ব্যাংকিং এর অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চমাধ্যমিকে কমার্স বিষয় নিয়ে পড়াশোনা করে থাকলে সেই সকল প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর ইংরেজি ভাষার জ্ঞান থাকতে হবে, তবেই এই পদের জন্য আবেদন করা যাবে।

বয়সসীমা

ব্যাংক ম্যানেজার পদে চাকরির জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১ বছরের বেশি। 

আবেদন পদ্ধতি

বিভিন্ন সরকারি ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে প্রার্থীকে আবেদন করতে হয়। আবার বেসরকারি ব্যাংকেরl নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীকে তার বিভিন্ন ডকুমেন্টগুলি ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসতে হয় এবং সেই মতো ব্যাংক কর্তৃপক্ষ আবেদনকারীদের ইন্টারভিউর জন্য ডাকে। প্রার্থী যদি সেই ইন্টারভিউতে সফল হয়, তবে তিনি সরাসরি বেসরকারি ব্যাংকে নিয়োগ পান।

বেতন

ভারতে একজন ব্যাংক ম্যানেজারের গড় বেতন প্রতিমাসে ৪২,৬৬০ টাকা। যেকোনো সরকারি ব্যাংকে ব্যাংক ম্যানেজার পদের জন্য মাসিক বেতন দেওয়া হয় ২৭,০০০ থেকে শুরু করে ১,০০,০০০ টাকা পর্যন্ত।

কীভাবে গুগলে চাকরি পাওয়া যায়?

নিয়োগ প্রক্রিয়া

ব্যাংক ম্যানেজার পদে নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়, যেখানে প্রার্থীর প্রাথমিক যোগ্যতা নির্ণয় করা হয়। তারপরে নেয়া হয় মেন পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষায় পাস করা ব্যক্তিরাই মেন পরীক্ষার জন্য নির্বাচিত হন। মেন পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষার থেকে একটু কঠিন হয় এবং এই পরীক্ষায় পাস করলে প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। ইন্টারভিউ এর পর গ্রুপ ডিসকাশন করা হয়। গ্রুপ ডিসকাশনে প্রার্থীকে একটি টপিক দেওয়া হয়। এই টপিকটি সম্পর্কে আলোচনার মাধ্যমে প্রার্থীকে তার যোগ্যতা এবং অভিজ্ঞতা ফুটিয়ে তুলতে হয়। এই সকল ধাপে সফল হলে তবেই প্রার্থীকে ব্যাংক ম্যানেজার পদে নিয়োগ প্রদান করা হয়।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad