ICDS Anganwadi Recruitment Exam Pattern : জানুন ICDS অঙ্গনওয়াড়ি নিয়োগের পরীক্ষার নিয়ম ও প্যাটার্ন সহ বিস্তারিত তথ্য

Published On:

ICDS Anganwadi Recruitment Exam Pattern : মানুষের উন্নতিকল্পে এবং অসহায় মানুষদের সহযোগিতা করতে সরকার সর্বদা প্রয়াসী। রাজ্য সরকারের তরফ থেকে গোটা রাজ্য জুড়ে সকল শিশুদের পুষ্টি,শিক্ষা এবং ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চালু করা হয় ICDS অর্থাৎ Integrated Child Development Scheme, যেখানে ICDS officer এবং ICDS worker/helper পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। আজ আমরা আপনাদেরকে এই প্রতিবেদনের মাধ্যমে ICDS worker/ helper পদের পরীক্ষার ধরন (Exam Pattern) এবং পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কেবিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি।

পদের নাম – অঙ্গনওয়াড়ি কর্মী (ICDS Worker) অঙ্গনওয়াড়ি’ সাহায্যকারী কর্মী (ICDS Helper)

লিখিত পরীক্ষার নম্বর – উল্লিখিত পদে নিয়োগের ক্ষেত্রে  প্রার্থীদেরকে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। প্রথম পার্টে ৭৫ নম্বরের মাল্টিপেল চয়েস ধর্মী প্রশ্ন এবং বাকি ১৫ নম্বর থাকবে বাংলা প্রবন্ধ রচনা।

লিখিত পরীক্ষার বিষয় – উল্লিখিত পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের লিখিত পরীক্ষায় যে বিষয়গুলি থাকবে তা হলো যথাক্রমে গণিত (অষ্টম শ্রেণী): ২৫ নম্বর, বাংলা প্রবন্ধ রচনা (অষ্টম শ্রেণী): ১৫ নম্বর, পুষ্টিবিজ্ঞান সাধারণ স্বাস্থ্য ও মহিলাদের সুরক্ষা: ২৫ নম্বর,  সাধারণ জ্ঞান: ২৫ নম্বর।

লিখিত পরীক্ষার জন্য সময় – এখানে লিখিত পরীক্ষার জন্য সময় দেওয়া হবে তিন ঘন্টা।

ইন্টারভিউর নম্বর – ১০ নম্বরের মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ নেওয়া হবে।

অঙ্গনওয়াড়ি পরীক্ষার নিয়ম

অঙ্গনওয়াড়ি হেল্পার এবং কর্মী পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত সময় হলো তিন ঘন্টা, তবে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে পরীক্ষার ১ ঘন্টা আগে রিপোর্টিং করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় অবশ্যই ভারত সরকার স্বীকৃত কোনো পরিচয় পত্র অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সঙ্গে করে আনতে হবে। কোন পরীক্ষার্থী এডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্নপত্রের ধরন (ICDS Worker/Helper Exam Pattern)

এখানে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে, যার মধ্যে ৯০ নম্বর থাকবে লিখিত পরীক্ষায় এবং ১০ নম্বর থাকবে ইন্টারভিউতে। প্রথম বিভাগে লিখিত পরীক্ষার জন্য মাল্টিপল চয়েজ কোশ্চেন বা MCQ ধর্মী প্রশ্ন থাকবে মোট ৭৫ নম্বরের, যেখানে প্রত্যেক প্রশ্নের জন্য নির্ধারিত মান থাকবে ১ নম্বর। দ্বিতীয় বিভাগে মূলত বাংলা ভাষার উপরে একটি প্রবন্ধ রচনা থাকবে, যা ১৫০ শব্দের মধ্যে লিখতে হবে। এর নির্ধারিত মান থাকবে ১৫ নম্বর। এরপর নেওয়া হবে ১০ নম্বরের ইন্টারভিউ।

প্রথম বিভাবে মাল্টিপল চয়েস কোয়েশ্চন এর জন্য প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার্থীদের OMR sheet দেওয়া হবে। এখানে প্রতিটি প্রশ্নের নিরিখে চারটি করে উত্তরের বিকল্প থাকবে এবং সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে মার্ক করতে হবে। যদি কোনো প্রশ্নের উত্তরে একাধিক টিক চিহ্ন থাকলে, সেক্ষেত্রে সেই প্রশ্নের উত্তর ভুল হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে কোনো প্রশ্নের ভুল উত্তরের জন্য কোনোপ্রকার নেগেটিভ মার্কিং থাকবে না। মাল্টিপল চয়েস কোশ্চেন শেষ হলে তার পরবর্তীতে প্রবন্ধ রচনা করতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

উল্লেখিত পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরকে একত্রিত করে যার নম্বর বেশি থাকবে তাকেই অগ্রাধিকার দেওয়া হবে। লিখিত পরীক্ষার উপরে নির্ভর করে ১০০ জন পরীক্ষায় পাস করা প্রার্থীর মধ্যে ২০ জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। প্রার্থীদের নাম প্রকাশ করা হবে অফিশিয়াল পোর্টালে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad