WBPSC ICDS Supervisor Practice Set 1 : ICDS সুপারভাইজার প্র্যাকটিস সেট, রইলো বাছাই করা কিছু প্রশ্ন

Published On:

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সুপারভাইজার পদে নিয়োগের জন্য WBPSC ICDS সুপারভাইজার পরীক্ষা পরিচালনা করে। যারা WBPSC ICDS সুপারভাইজার পদে আবেদন করবেন, তাদের অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত। কিছু প্রার্থী ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন, আবার কেউ কেউ প্রস্তুতি নেওয়া শুরু করার পরিকল্পনা করছেন। তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে WBPSC ICDS প্র্যাকটিস সেট আয়োজন করেছি।

ICDS সুপারভাইজার প্র্যাকটিস সেট (WBPSC ICDS Practice Set 1)

Food SI পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। SSC Tricks আয়োজিত WBPSC ICDS Practice Set-এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

ICDS সুপারভাইজার প্র্যাকটিস সেট (WBPSC ICDS Practice Set 1)

প্রতিটি প্রশ্ন আগত ICDS সুপারভাইজার পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

ICDS সুপারভাইজার প্র্যাকটিস সেট (WBPSC ICDS Practice Set 1)

আজকের ICDS সুপারভাইজার প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

☞ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি?
উত্তরঃ পদ্মজা নাইডু।

☞ গণিতের জনক কে?
উত্তরঃ আর্কিমিডিস।

☞ ভারতের প্রথম টেলিফোন কবে চালু হয়?
উত্তরঃ ১৮৮১ সালে।

☞ ভারতে প্রথম ডাকটিকিট কবে প্রচলন হয়?
উত্তরঃ ১৮৫৪ সালে।

☞ ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
উত্তরঃ বেঙ্গল গেজেট।

☞ ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি?
উত্তরঃ আলম আরা।

☞ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি?
উত্তরঃ আর্যভট্ট।

☞ স্বাধীন ভারতের সর্বপ্রথম জনগণনা কবে হয়?
উত্তরঃ ১৯৫১ সালে।

☞ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি?
উত্তরঃ প্রতিভা পাটিল।

☞ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তরঃ ইন্দিরা গান্ধী।

☞ ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ সুচেতা কৃপালিনী।

☞ অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
উত্তরঃ খেলাধুলা।

☞ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল?
উত্তরঃ ১৫৫৬ সালে।

☞ সিপাহী বিদ্রোহ কত সালে হয়?
উত্তরঃ ১৮৫৭ সালে।

☞ টাইগার হিল কোথায় অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায়।

☞ পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র।
☞ কোন শাসককে ‘কবিরাজ’ আখ্যা দেওয়া হয়?
উত্তরঃ সমুদ্রগুপ্ত।

☞ কার রাজসভা ‘নবরত্ন’ এর জন্য বিখ্যাত ছিল?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

☞ সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র।
☞ ভারতে কত বছর অন্তর জনগণনা হয়?
উত্তরঃ ১০ বছর।

☞ সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি।

☞ ভারতের জাতীয় পশু কী?
উত্তরঃ রয়্যাল বেঙ্গল টাইগার।

☞ ‘গুগলি’ শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত?
উত্তরঃ ক্রিকেট।

☞ কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন?
উত্তরঃ বাচেন্দ্রী পাল।

☞ আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ৮ই মার্চ।

☞ জাতীয় মহিলা দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ১৩ই ফেব্রুয়ারি।

☞ বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ৪ঠা ফেব্রুয়ারি।

☞ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে?
উত্তরঃ কাদম্বিনী গাঙ্গুলী।

☞ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে?
উত্তরঃ মমতা ব্যানার্জি।

☞ মালাই চাকির হাড়কে কি বলা হয়?
উত্তরঃ প্যাটেলা।

☞ রেটিনা ও অপটিকা স্নায়ু স্থলকে কি বলে?
উত্তরঃ অন্ধবিন্দু।

☞ পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত?
উত্তরঃ মাথায়।

☞ দুটি নিউরোনের মিলনস্থলকে কি বলে?
উত্তরঃ সাইন্যাপস্।

☞ বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ১৪ই নভেম্বর।

☞ বুড়াচাপোড়ি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত?
উত্তরঃ আসাম।

☞ সুপ্রিম কোর্টে কত ধরণের আপিল করা যায়?
উত্তরঃ চার।

☞ আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়?
উত্তরঃ ১৯৩০ খ্রিস্টাব্দে।

☞ ভিটামিন E এর অভাবে কোন রোগ হয়?
উত্তরঃ বন্ধ্যাত্ব।

☞ কপালকুণ্ডলা উপন্যাসটি কার রচনা?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

☞ কত সালে অসহযোগ আন্দোলন শুরু হয়?
উত্তরঃ ১৯২০ সালে।

☞ ছন্দের যাদুকর বলা হয় কাকে?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্তকে।

☞ দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
উত্তরঃ খেলাধুলায় প্রশিক্ষণ।

☞ নোবেল পুরস্কার কবে থেকে চালু হয়?
উত্তরঃ ১৯০১ সাল থেকে।

☞ জ্ঞানপীঠ পুরস্কার কবে থেকে দেওয়া হয়?
উত্তরঃ ১৯৬৫ সাল।

☞ কত বছর বয়সে বুদ্ধদেব মোক্ষলাভ করেন?
উত্তরঃ ৩৫ বছর।

☞ ভারতে কারা নাটকে যবনিকা প্রথা চালু করেন?
উত্তরঃ শক।

☞ কোন শহরকে প্রাচ্যের ডাণ্ডি বলা হয়?
উত্তরঃ নারায়ণগঞ্জ।

☞ ম্যাগনেট কি থেকে তৈরি হয়?
উত্তরঃ কোবাল্ট।

☞ নালী বিহীন গ্রন্থিকে কি বলা হয়?
উত্তরঃ অনাল গ্রন্থি।

☞ ‘দ্য লাইট অফ এশিয়া’ বইটি মূলত কার ওপরে লেখা?
উত্তরঃ গৌতম বুদ্ধ।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad