এবার আধার কার্ড থাকলেই মিলবে ১০ লক্ষ টাকা! কীভাবে জেনে নিন

Published On:

News Desk : আজকাল চাকরির বাজার খুবই খারাপ। বাড়ছে বেকারত্বের সমস্যা। অনেকেই কাজ না পেয়ে ব্যবসা করার পরিকল্পনা করছেন। তবে হাতে নেই তেমন পুঁজি। তবে এবার আর চিন্তা করার কারণ নেই। এবার আপনার কাছে আধার কার্ড থাকলেই হবে সব মুশকিল আসান। আপনি এবার ওই আধার কার্ড দেখিয়েই পেয়ে যাবেন ১০ লক্ষ টাকা। কি অবাক হচ্ছেন? অবাক হলেও এটাই সত্যি। কেন্দ্র সরকার এবার আধার কার্ড থাকলেই দেশের সাধারণ নাগরিককে ব্যবসা করার জন্য দিচ্ছে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ। এমনকি বললে অবাক হবেন, এই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে কেন্দ্র সরকার আবার ৩৫ শতাংশ ভর্তুকিও দিচ্ছে।

কী কারণে এই উদ্যোগ?

আসলে, PMEGP অর্থাৎ Prime Minister Employment Generation Programme প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার ভারতীয় নাগরিকদের আধার কার্ড থাকলেই ক্ষুদ্র বা মাঝারি ব্যবসা করার জন্য ২ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিযুক্ত লোন দেওয়া হচ্ছে। ভারতের তরুণ প্রজন্ম যাতে চাকরির অপেক্ষায় না থেকে  স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে যায় সেই উদ্দেশ্যেই এইরূপ উদ্যোগ নিয়েছে কেন্দ্র। সরকারের এই উদ্যোগ দেশে কর্মসংস্থান সৃষ্টি করতে যথেষ্ট সহায়তা করবে। তবে, কেন্দ্রের থেকে এই ঋণ পাওয়ার জন্য রয়েছে কিছু শর্ত। আসুন জেনে নেওয়া যাক।

PMEGP প্রকল্পের টাকা পাওয়ার শর্ত কি?

ব্যবসা করার জন্য আপনি ২ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এই ঋণের সুদের হার থাকবে ১১ থেকে ১২ শতাংশের মধ্যে এবং ঋণ পরিশোধ করার জন্য আপনি পাবেন ৩ থেকে ৭ বছর সময়। এই ঋণ পরিশোধের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ভর্তুকি প্রদান করে। এই ভর্তুকির পরিমাণ গ্রামাঞ্চলে ৩৫ শতাংশ এবং শহরাঞ্চলে ২৫ শতাংশ। এবার আসুন জেনে নেওয়া যাক কারা পাবেন এই ঋণ।

কারা ১০ লক্ষ টাকার ঋণ পাবেন?

এই ঋণ মিলবে শুধুমাত্র মাত্র ব্যবসা শুরু করা অথবা ব্যবসা সম্প্রসারণের জন্য। ১৮ বছরের বেশি বয়স যাদের,তারাই পাবেন এই ঋণ। এছাড়াও আপনাকে অষ্টম শ্রেণি পাস হতে হবে। যারা আগে থেকে ব্যবসার জন্য কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য প্রকল্প থেকে ঋণ পেয়েছেন, তারা PMEGP প্রকল্পের অধীনে এই ঋণ পেতে যোগ্য বলে বিবেচিত হবেন না, অর্থাৎ তারা এই ঋণ পাবেন না। এবার দেখে নেওয়া যাক এই ঋণ পেতে কী কী নথি প্রয়োজন।

PMEGP প্রকল্পে টাকা পাওয়ার জন্য কী কী নথি প্রয়োজন?

এই প্রকল্পের অধীনে ঋণ পেতে আপনার আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, প্যান কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, ব্যাঙ্কের পাশবুক, যে ব্যবসা জন্য ঋণ নিতে চাইছেন তার প্রজেক্ট রিপোর্ট, ডোমিসাইল সার্টিফিকেট প্রভৃতি লাগবে।

PMEGP প্রকল্পে কীভাবে আবেদন করবেন?

এই প্রকল্পে আবেদন করতে www.kviconline.gov.in বা www.my.msme.gov.in এই দুটি ওয়েবসাইটের মধ্যে যেকোনো একটিতে গিয়ে PMEGP পোর্টালে ক্লিক করতে হবে। এরপর Application For Individual অপশনে ক্লিক করে যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করে ফর্ম ফিলাপ করতে হবে। এরপর Save Aplicant Data অপশনে ক্লিক করে প্রয়োজনীয় নথিগুলির সফট কপি যথাযথভাবে আপলোড করতে হবে। এরপর Submit বাটনে ক্লিক করলেই আপনার আবেদন জমা পড়ে যাবে। এবার ওখানে আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি Application ID এবং Password আসবে, যা পরবর্তীতে আপনার প্রয়োজন পড়বে। তাই সেই  ID এবং Password মনে রাখতে হবে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad