IGNOU Job 2024: রাজ্যের ছেলে মেয়েদের জন্যে সুখবর! এবার ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নতুন করে চাকরির বিজ্ঞপ্তি জারি করা হলো। আবেদন করতে পারবেন রাজ্যের শিক্ষিত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা।
ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নতুন করে চাকরির(IGNOU Job 2024) বিজ্ঞপ্তি জারি করা হলো! নিয়োগ করা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট পদে।
কিভাবে এই পদে আবেদন করবেন, এই পদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি?, মাসিক বেতন কত দেওয়া হবে, আবেদন গ্রহণের শেষ দিন কি? ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।
পদের নাম -অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েট (IGNOU Job 2024)
শূন্য পদের সংখ্যা -১ টি
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক হতে হবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনা ও MS office এ কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
আরো পড়ুন: স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে চাকরি! বেতন ২৭ হাজার! এখনি আবেদন করুন!
বেতনক্রম: এই পদে বেতন মাসিক 30 হাজার টাকা থেকে শুরু করে 50 হাজার টাকা পর্যন্ত
দেওয়া হবে।
আবেদন পদ্ধতি – যোগ্য প্রার্থীরা অফলাইনে এই পদের(IGNOU Job 2024) জন্যে আবেদন করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে সেখানে দেওয়া বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিয়ে সেখানে দেওয়া লিংকে ক্লিক করে গুগল ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে। পূরণ করার পর পাসপোর্ট সাইজের কালার ফটো সহ একটি বায়ো ডাটা এবং শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস সহকারে নিচে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানাটি হলো – Director, Research Unit, Room 03, Savitribai Phule Bhawan, Opposite Guest House, IGNOU, Maidan Garhi, New Delhi-110068
বিজ্ঞপ্তি প্রকাশের 21 দিনের মধ্যে আবেদন পৌঁছতে হবে
নিয়োগ পদ্ধতি -নিয়োগ করা হচ্ছে Administrative Associate পদে। প্রাথমিক ভাবে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে। পরবর্তীতে সন্তোষজনক কাজের উপর ভিত্তি করে কাজের মেয়াদ বৃদ্ধি হতে পারে। তবে সর্বোচ্চ 2 বছরের জন্যে নিয়োগ করা হবে।
আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল
ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন দেখে তারপরে আবেদন করুন।
নোটিফিকেশন | দেখুন |