IISER Kolkata Job 2024: এবার লিখিত পরীক্ষা ছাড়াই মোটা মাইনের চাকরির হাতছানি রাজ্যে, উপকৃত হবে রাজ্যের ছেলেমেয়েরা। রাজ্যে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ এর kolkata শাখা. শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে তারা।
কোন পদের জন্যে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে , বয়স কত? মাসিক বেতন কত টাকা দেওয়া হবে। কিভাবে আবেদন করবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত বিস্তারিত আলোচনা করা হলো আজকের এই প্রতিবেদনে
পদের নাম (IISER Kolkata Job 2024): IISER Kolkata এর তরফ থেকে Technician (Grade IX) পদের জন্যে আবেদন চাওয়া হচ্ছে।
মোট শূন্য পদের সংখ্যা – 1টি
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইউজিসি স্বীকৃত কোনো ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বা বায়োকেমিস্ট্রিতে স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে। এছাড়া নুন্যতম 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম – এই পদে সফল ভাবে কর্মরত চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 30 হাজার টাকা ।
আরো পড়ুন: রাজ্যের অনগ্রসর কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশ আবেদন করুন!
বয়স সীমা – আবেদনকারীর বয়স কত হবে সেই সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি IISER কলকাতার তরফে।
আবেদন পদ্ধতি (IISER Kolkata Job 2024): কোনো প্রকার লিখিত পরীক্ষা নেওয়া হবেনা, শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হবে। সেক্ষেত্রে আবেদনকারীরা নির্দিষ্ট ইন্টারভিউ এর দিনে নিজের বায়োডাটা ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার যাবতীয় ডকুমেন্টস সহ নির্দিষ্ট ঠিকানায় হাজির হতে হবে।
ইন্টারভিউ এর ঠিকানাটি হলো: Department of Biological Sciences, 2nd Floor Meeting Room, A J C Bose Research Complex, IISER Kolkata
ইন্টারভিউ এর তারিখ ও সময় – 2 February, 2024 দুপুর 12 টা।
চাকরির প্রকৃতি : চুক্তি ভিত্তিক।
বিশদে জানতে IISER Kolkata এর অফিসিয়াল ওয়েবসাইট ও বিজ্ঞপ্তি টি দেখুন।
নোটিফিকেশন | দেখুন |
ওয়েবসাইট | ভিজিট করুন |