Indian Army Agniveer: অগ্নিবীর প্রকল্প কী? জানুন যোগ্যতা থেকে শুরু করে আবেদন, সুবিধা, অসুবিধা সমস্ত খুঁটিনাটি

Published On:

Indian Army Agniveer: যাদের ইন্ডিয়ান আর্মিতে কাজ করার স্বপ্ন, তাদের সেই স্বপ্নকে সত্যি করতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক ২০২২ সালে ৪ বছরের জন্য ভারতীয় সেনাবাহিনীতে সেনা নিযুক্ত করতে অগ্নিপথ স্কিমের সূচনা করে। প্রতি বছর কেন্দ্র সরকারের তরফ থেকে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং প্রতি বছর প্রচুর শূন্য পদে এখানে সেনা নিয়োগ করা হয়। আজ আমরা আপনাদেরকে কেন্দ্র সরকারের এই অগ্নিপথ বা অগ্নিবীর প্রকল্প সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্রতিবেদনটি।

অগ্নিবীর কী?

ভারতের সকল যুবক যুবতীদের, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী, ভারতীয় বিমানবাহিনীতে ৪ বছরের জন্য চাকরি করার সুযোগ দিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক অগ্নিপথ বা অগ্নিবীর (Indian Army Agniveer) স্কিমটি চালু করেন।

শিক্ষাগত যোগ্যতা

এখানে অনেকগুলি পদ রয়েছে। এখানে প্রতিটি পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন যোগ্যতার প্রয়োজন। যেমন –
১) Agniveer General Duty (GD) পদের জন্য আবেদন করতে প্রার্থীদের দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকে মোট ৪৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং প্রতিটি বিষয়ে আলাদা আলাদা ভাবে ৩৩ শতাংশ নম্বর থাকতে হবে।
২) Agniveer (Tech) পদের জন্য আবেদন করতে প্রার্থীদেরকে উচ্চমাধ্যমিক পরীক্ষা অবশ্যই সায়েন্স বিভাগ থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ে আলাদা আলাদা ভাবে ৪০ শতাংশ নাম্বার থাকা প্রয়োজন
৩) Agniveer Office Assistant / Store Keeper Technical পদের জন্য আবেদন করতে সাইন্স আর্টস কমার্স যেকোনো বিভাগ থেকে ৬০ শতাংশ নম্বর উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ে আলাদা আলাদা ভাবে ৫০ শতাংশ নাম্বার থাকা প্রয়োজন।
৪) Agniveer Tradesmen পদের জন্য আবেদন করতে প্রার্থীদের অষ্টম পাস এবং মাধ্যামিক পাস হতে হবে। আর এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পরীক্ষায় প্রতিটি বিষয়ে ৩৩ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। তবেই আবেগ করা যাবে।

বয়সের সময়সীমা

এই অগ্নিবীর পদে নিয়োগের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৭.৫ বছর থেকে ২১ বছরের মধ্যে

শারীরিক মানদন্ড

অগ্নিবীর (Indian Army Agniveer) নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর উচ্চতা ওজন এবং বুকের চওড়া পরিমাপ করা হয়। এখানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন উচ্চতার প্রয়োজন। ১৬২ সেন্টিমিটার থেকে ১৭০ সেন্টিমিটার এর মধ্যে প্রার্থীদের উচ্চতা হতে হবে উচ্চতা। ওজন হতে হবে ৫০ কেজি এবং বুকে চওড়া মাপ হতে হবে ৭৭ সেন্টিমিটার।

আবেদন প্রক্রিয়া

প্অগ্নিবীর পদে নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এর জন্য প্রথমে https://joinindianarmy.nic.in/ এই ওয়েবসাইটে গিয়ে নিজের  নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলাকালীন প্রদত্ত মোবাইল নম্বরে একটি ওটিপি দিয়ে ভেরিফাই করে নিতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রয়োজনীয় তথ্য এবং নথি আপলোড করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে তা হলো, আবেদনকারীর নিজস্ব আধার কার্ড, দশম অথবা দ্বাদশ শ্রেণীর মার্কশিট, সম্প্রতি রঙিন পাসপোর্ট সাইজ ফটো, জাতিগত শংসাপত্র, Sports সার্টিফিকেট ও NCC সার্টিফিকেট, একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি।

নিয়োগ প্রক্রিয়া

ভারতীয় আর্মিতে অগ্নিবীর পদে নিয়োগ দুটি ধাপে সেনা নিয়োগ করা হয়। প্রথম ধাপে পুরো কম্পিউটার ভিত্তিক একটি অনলাইনে পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হন, তাদের পরবর্তী ধাপে আর্মি রিক্রুটিং অফিস (AROS) একটি রিক্রুটমেন্ট Rally আয়োজনের মাধ্যমে মাঠ পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।

সুবিধা অসুবিধা

১) অগ্নিবির পদে প্রার্থীরা ৪ বছরের মোট ৩০ দিন ছুটি পান, এছাড়াও শারীরিক অসুস্থতার কারণে ছুটি পেয়ে থাকেন। ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীররা মহার্ঘ ভাতা এবং সামরিক পরিষেবা বেতনের জন্য যোগ্য নন। এমনকি কোনোরকম প্রভিডেন্ট ফান্ড কিংবা ভবিষ্যৎ তহবিলের জন্য টাকা দেওয়া হয় না অগ্নিবীরদের। তারা সরকারি পেনশনের সুবিধা থেকেও বঞ্চিত থাকেন।

২) অগ্নিবীররা ৪ বছর পর যখন চাকরি থেকে অবসর নেন, তখন তারা বেশ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন।

অগ্নিপথ স্কিমের সম্পূর্ণ ডিটেলস বিজ্ঞপ্তি : Download Details PDF

অগ্নিপথ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইট : Visit

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad