Indian Army ASC Recruitment 2024: মাধ্যমিক পাশ যোগ্যতায় সেনায় নিয়োগ! ২১,৭০০ টাকা বেতন! জানুন বিস্তারিত।

Published On:

Indian Army ASC Recruitment 2024: এবার মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির সুযোগ! ভারত সরকারের, প্রতিরক্ষা দফতরের তরফ থেকে ASC ( Army Service Corpse) Centre এ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যোগ্য ভারতীয় নাগরিকরা এই সমস্ত পদে আবেদন করতে পারবে।

আজকের প্রতিবেদনে এই সমস্ত পদের (Indian Army ASC Recruitment 2024) জন্যে আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বেতন সীমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

পদের নাম – যে যে পদে নিয়োগ করা হচ্ছে সেগুলি হলো CCI, Cooks, Cleaner, FED, Fireman, Leading Fireman, Vehicle Mechanic, MTS (Chowkidar), Tradesman, Mate (Labour) এবং Civilian Motor Driver ইত্যাদি।(Indian Army ASC Recruitment 2024)

বয়স সীমা – CCI, Cooks, Cleaner, FED, Fireman, Leading Fireman, Vehicle Mechanic, MTS (Chowkidar) এবং Tradesman Mate (Labour) পদে আবেদন করার জন্য নূন্যতম বয়স 18 বছর থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে। আর Civilian Motor Driver পদে আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা– ওপরে উল্লেখ করা প্রতিটি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন ও নোটিফিকেশন ডাউনলোড করে দেখুন।

বেতন সীমা (Indian Army ASC Recruitment 2024)- MTS, Tradesman Mate ও Cleaner পদের ক্ষেত্রে প্রতি মাসে 18 হাজার টাকা করে বেতন দেওয়া হবে । এছাড়া Cook, Civilian Catering Instructor, Vehicle Mechanic, Civilian Motor Driver এবং Fireman পদের ক্ষেত্রে মাসিক 19 হাজার 900 টাকা করে বেতন দেওয়া হবে। এবং Leading Fireman এবং Fire Engine Driver পদে চাকরি প্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে 21 হাজার 700 টাকা করে।

আবেদন পদ্ধতি – যোগ্য প্রার্থীরা অফলাইনে আবেদন করবেন। সেক্ষেত্রে আবেদন পত্র ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র ও অন্যান্য ডকুমেন্টস মুখ বন্ধ খামে নিম্ন লিখিত ঠিকানায় পাঠাতে হবে

ঠিকানাটি হলো
The Presiding Officer, Civilian Direct Recruitment Board, CHQ, ASC Centre (South) – 2 ATC, Agram Post, Bangalore-07

আবেদন পাঠানোর শেষ তারিখ – আগামী 02/02/2024 তারিখের মধ্যে আবেদনটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে।

নোটিফিকেশনদেখুন
ফর্ম অ্যাপ্লিকেশনদেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad