Indian Navy Agniveer SSR/MR Recruitment 2024: অগ্নিবীর নিয়োগ ভারতীয় নৌ সেনাতে! জানুন আবেদন পদ্ধতি

Published On:

Indian Navy Agniveer SSR/MR Recruitment 2024: সম্প্রতি ভারতীয় নৌ সেনার পক্ষ থেকে বিপুল পরিমাণ শূন্যপদে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পের মাধ্যমে ভারতীয় সেনার বিভিন্ন বিভাগে অগ্নিবীর নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছে। এখানে যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই শারীরিক যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন জানাতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

পদের নাম— Agniveer

শিক্ষাগত যোগ্যতা— (এখানে Indian Navy Agniveer SSR/MR Recruitment 2024) আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

মাসিক বেতন— চার বছরের জন্য নিযুক্ত প্রার্থীদের সেবা নিধি প্রদান করা হবে।

বয়সসীমা— এই পদে নিয়োগের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৭ বছর থেকে ২১ বছরের মধ্যে, অর্থাৎ যাদের জন্ম তারিখ ১ নভেম্বর ২০০৩ থেকে ৩০শে এপ্রিল ২০০৭-এর মধ্যে, তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি— প্রার্থীদের এখানে (Indian Navy Agniveer SSR/MR Recruitment 2024) অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এরজন্য প্রথমে সংশ্লিষ্ট পোর্টালের নিজের সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করতে হবে। সংশ্লিষ্ট পোর্টালের সমস্ত তথ্য ও সঠিকভাবে নথিভুক্ত করার পর নির্দিষ্ট আবেদন ফি প্রদান করে আবেদনপত্র সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে।

আবেদন ফি— এখানে পরীক্ষার ফি বাবদ এককালীন ৫৫০ টাকা জমা করতে হবে প্রার্থীদের।

আবেদনের শেষ তারিখ— ২৭শে মে, ২০২৪

Official Notification: Download Now

Official Website: Apply Now

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad