Indian Post Office GDS Recruitment 2024: দীর্ঘদিন ধরে যারা চাকরির জন্য অপেক্ষারত এবার তাদের জন্য একটি নতুন সুখবর নিয়ে আমরা হাজির হয়েছি। এবার কোনোরকম পরীক্ষা ছাড়াই পেয়ে যান পোস্ট অফিসে চাকরি। আসলে, পোস্ট অফিসের তরফ থেকে সম্প্রতি গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, চাকরিপ্রার্থীদের কোনোরকম পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। চলুন তবে জেনে নেওয়া যাক নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত।
পদের নাম – GDS অর্থাৎ গ্রামীন ডাক সেবক। এর মাধ্যমে পোস্টমাস্টার, পিওন এবং রানার পদে কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদ – এখানে (Indian Post Office GDS Recruitment 2024) নির্দিষ্ট কত শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে সেই সম্পর্কে এখনো কিছু প্রকাশ করা হয়নি। Telegram পোস্ট অফিস ভবন থেকে সব রাজ্যের পোস্ট অফিসে কতগুলি শূন্যপদ রয়েছে তা আপডেট করতে বলা হয়েছে। যতগুলি ব্রাঞ্চ অফিস ও সাব অফিস রয়েছে সব জায়গার শূন্যপদের তালিকা চলতি বছরের ৬ই জুলাইয়ের মধ্যে আপডেট করতে বলা হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন জারি হবে চলতি বছরের ১৫ই জুলাই। এক্ষেত্রে অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবক ইউনিয়নের সচিব SS MAHADEVAIAH ইঙ্গিত দিয়েছেন ৩৫ হাজারেরও বেশি শূন্যপদে গ্রামীন ডাক সেবক নিয়োগ শুরু হবে খুব শীঘ্রই।
নিয়োগ প্রক্রিয়া – পোস্ট অফিসের এই নিয়োগের (Indian Post Office GDS Recruitment 2024) ক্ষেত্রে কোনোরকম পরীক্ষা দিতে হয় না, শুধুমাত্র মাধ্যমিকের নম্বর অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশ করা হয়। সেইমত কর্মী নিয়োগ করা হয়।
ডিভিশন অনুযায়ী শূন্য পদ আপডেট – ১লা জুলাই, ২০২৪ থেকে ৬ই জুলাই, ২০২৪
পুনরায় চেক করা হবে – ৮ই জুলাই, ২০২৪
ভিশনের দেওয়া শূন্য পদের তালিকা অ্যাপ্রুভ করা হবে – ৯ই জুলাই, ২০২৪ থেকে ১০ই জুলাই, ২০২৪
নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ ডিটেইলস নোটিফিকেশন জারি হবে – ১৫ই জুলাই, ২০২৪
আবেদন পদ্ধতি – পোস্ট অফিসে কর্মী নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ নোটিফিকেশন আগামী ১৫ই জুলাই প্রকাশ করা হবে। এরপর ১ সপ্তাহের মধ্যে আবেদন শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। আগামী ২০শে জুলাই থেকে ২৫শে জুলাই এর মধ্যে আবেদন পোর্টাল শুরু হয়ে যাবে।
আবেদন শুরুর তারিখ – ২০শে জুলাই থেকে ২৫শে জুলাই
নিয়োগ সংক্রান্ত সময়সূচি ও অফিশিয়াল বিজ্ঞপ্তি (GDS Recruitment 2024 Notification) – Download Pdf