Indian Railway Job 2024 : ভারতীয় রেলে কাজ করার স্বপ্ন কম বেশি প্রত্যেক শিক্ষিত যুবক যুবতীর মধ্যেই থাকে আর সেই স্বপ্ন কে কিছুটা হলেও পুর করার লক্ষ্যে এগিয়ে এলো ভারতীয় রেল।
ভারতীয় রেলের দক্ষিণ রেলওয়ের তরফে বিভিন্ন ট্রেডে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আজকের প্রতিবেদনে আমরা এই নিয়োগ সংক্রান্ত পদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন সীমা ইত্যাদি বিষয়ে আলোচনা করবো।
ভারতীয় রেলের দক্ষিণ রেলওয়ের তরফ থেকে নিম্ন লিখিত পদ গুলিতে শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদ গুলি হলো 1) fitter 2) Welder (Gas& Electric), 3) Medical Labrotary Technician। এই সকল পদ সম্পর্কে আসুন বিস্তারিত জেনে নিই।
1) পদের নাম (Indian Railway Job 2024) – Fitter ও welderI (Indian Railway Job 2024)
শিক্ষাগত যোগ্যতা – Fitter ও welder এই ট্রেডের জন্যে আবেদনকারীকে নূন্যতম মাধ্যমিক পাস হতে হবে। সাথে আরো কিছু যোগ্যতা প্রয়োজন। সেক্ষেত্রে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পরে নিন।
পদের নাম– Medical Labrotary Technician
শিক্ষাগত যোগ্যতা – এই ট্রেডে আবেদন করার আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাশ।
আরো পড়ুন:এবার পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি
বয়স – বিজ্ঞপ্তিতে উল্লেখ পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 15 থেকে 24 এর মধ্যে তবে সংরক্ষিত শ্রেণি অর্থাৎ এসসি, এসটি প্রার্থীরা 5 বছরের এবং ওবিসি প্রার্থীরা 3 বছরের ছাড় পাবেন । PwBD প্রার্থীরা পাবেন 10 বছরের ছাড়।
যোগ্য আবেদনকারীদের কিছু টাকা স্টাইপেন্ড হিসেবে দেওয়া হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এই সমস্ত ট্রেডে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন চলবে 28/02/2024 তারিখ পর্যন্ত।
নোটিফিকেশন | দেখুন |