India First AI City : ভারতের প্রথম AI শহর! কোথায়  তৈরি হবে এই শহর জানুন বিস্তারিত

Published On:

News Desk : বর্তমানে গোটা বিশ্বজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা। এই এআই প্রযুক্তির উপর ভর করেই এবার উত্তর প্রদেশের লখনউয়ে গড়ে উঠতে চলেছে ভারতের প্রথম এআই শহর, যার প্রতিটি কোণায় কোণায় থাকবে প্রযুক্তির ছোঁয়া। এমনকি এই শহরটি প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি আর্থিক উন্নতিও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাবে। সমগ্র বিশ্বে অত্যাধুনিক বা হাই-টেক শহর অনেক রয়েছে, তবে নেই কোনো এআই শহর। এবার সেই শহরের তকমা পেতে চলেছে উত্তর প্রদেশের লখনউ শহরটি। লেখাতে চলেছে ইতিহাসের খাতায় নাম।

চলছে উন্নয়নের  কর্মযজ্ঞ

মুখ্যমন্ত্রী যোগীর নেতৃত্বে উত্তরপ্রদেশে চলছে উন্নয়নের এই কর্মযজ্ঞ। আগামী ৫ বছরে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি হবে বলে জানিয়েছেন যোগী। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে উত্তরপ্রদেশ সরকার। সরকার এবং বেসরকারি সংস্থাগুলোর যৌথ উদ্যোগে উত্তরপ্রদেশের লখনউয়ে গড়ে উঠেতে চলেছে এই শহর। এই পরিকল্পনার নোডাল এজেন্সি হলো উত্তর প্রদেশ ইলেকট্রনিক্স কর্পোরেশন লিমিটেড। বর্তমানে এআইয়ের ব্যবহার যে হারে বেড়ে চলেছে তাতে গোটা বিশ্বজুড়ে এটাই যে আগামী ভবিষ্যৎ তা বলার অপেক্ষা রাখে না। জানা গেছে, এআই শহরের জন্য নাদারগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে মোট ৪০ একর জমি বরাদ্দ করা হয়েছে।

কী কী থাকবে এই শহরটিতে?

এই শহরটিতে থাকবে রিসার্চ সেন্টার, অত্যাধুনিক প্রযুক্তি, শিক্ষা প্রতিষ্ঠান, লাক্সারি অ্যাপার্টমেন্ট। শহরের মানুষদের যাতায়াতের জন্য থাকবে এআই ভিত্তিক বাস ও পরিবহণ ব্যবস্থা। ইতিমধ্যে উত্তর প্রদেশে নয়ডা শহরে গড়ে তোলা হয়েছে আধুনিক টেক ইকোসিস্টেম। HCL এবং TCS-এর মতো বড় তথ্যপ্রযুক্তি সংস্থার অফিস এখানে অবস্থিত। এআই শহর গড়ে তোলার পরিকল্পনা রাজ্যের বিদ্যমান ব্যবস্থাকে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সমগ্র বিশ্বব্যাপী এআই অগ্রগতিতে ভারতের অবদানও অনেকাংশে বাড়াতে পারে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad