News Desk : অনেকেরই সখ থাকে বিমানযাত্রার, তবে বিমান ভাড়া বেশি হওয়ায় বিমানে চড়ার পরিবর্তে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ট্রেনে করেই যাতায়াত করেন। এবার আর মন খারাপ করার কোনো ব্যাপার নেই, কারণ নতুন বছর শুরু হতে না হতেই IndiGo দিলো সুখবর। টিকিটের দাম কমালো বেসরকারি উড়ান সংস্থা IndiGo। এবার আপনি ট্রেনের ভাড়ার সমতুল্যে চড়তে পারবেন বিমানে। সূত্র অনুযায়ী, ভাড়ার পরিমাণ ৩০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত কমতে চলেছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই ক্ষেত্রেই কমছে ভাড়া। ৪ঠা জানুয়ারি বৃহস্পতিবার IndiGo-র তরফ থেকে বিমানের জ্বালানির দামের উপর থেকে সার্জচার্জ সরিয়ে নেওয়া হয়। এর ফলে টিকিটের দাম এক লাফে অনেকটাই কমে গেছে।
কত টাকা হলো ইন্ডিগোর ভাড়া?
বর্তমানে, সারাবিশ্বে কম খরচের উড়ান পরিষেবার নিরিখে IndiGo পেয়েছে অষ্টম স্থান এবং সস্তার এয়ারলাইন্সের তালিকায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে IndiGo রয়েছে চতুর্থ স্থানে। তথ্য অনুযায়ী, বর্তমানে হাওড়া থেকে নতুন দিল্লি পর্যন্ত রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস এসির ভাড়া প্রায় সাড়ে পাঁচ হাজর টাকা। এবার এই একই মূল্যে আপনি পাবেন এই রুটের IndiGo-র টিকিট। IndiGo একটি বিবৃতিতে জানিয়েছে যে, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক দুই রুটের ক্ষেত্রেই সার্জ চার্জ প্রত্যাহার করায় IndiGo-র টিকিটের দাম বেশ সস্তা হয়েছে।
৪০ শতাংশ নির্ভর করে জেট ফুয়েলের দামের উপর
যে জ্বালানির সাহায্যে বিমান ওড়ানো হয় তার নাম এভিয়েশন টারবাইন ফুয়েল, যাকে চলতি কথায় জেট ফুয়েলও বলা হয়। বিমান পরিষেবার খরচের প্রায় ৪০ শতাংশ নির্ভর করে জেট ফুয়েলের দামের উপর, তাই এর দাম বাড়লে সরাসরি প্রভাব পরে বিমান ভাড়ায়। গত বছরের শেষের দিকে এই যেত ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় জ্বালানির উপর IndiGo সার্জ চার্জ বসিয়েছিল। মূলত আর্থিক ক্ষতি এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছিল এই বেসরকারি উড়ান সংস্থাটি, তবে এই জেট ফুয়েলের দাম কমায় সার্জ চার্জ প্রত্যাহার করে IndiGo, যার ফলে ভাড়া কমায় মধ্যবিত্তরা পেলো স্বস্তি।