Infosys Foundation Scholarship 2024-2025 : আজ আমরা সকল ছাত্র-ছাত্রীদের জন্য আবারো নিয়েছি এসেছি একটি নয়া স্কলারশিপ সম্পর্কে জরুরী আপডেট। সরকারি তরফে কিংবা বেসরকারি তরফে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদেরকে সহযোগিতা করার জন্য নানান সময়ে নানান ধরনের স্কলারশিপের আয়োজন করা হয়ে থাকে। আর এবার সকল পড়ুয়াদের জন্য ভারতের অন্যতম বড় আইটিইনফোসিস ফাউন্ডেশনের তরফ থেকে আবারও একটি নতুন স্কলারশিপ দেওয়ার কথা বলা হয়েছে (Infosys Foundation Scholarship 2024-2025)। সমাজের সকল স্তরের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এবং শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে প্রতিবছর এই ফাউন্ডেশনের তরফ থেকে স্কলারশিপ দেওয়া হয়। আর এবারও যে সকল ছাত্র ছাত্রী গ্রাজুয়েশন করছেন কিংবা কলেজে ভর্তি হয়েছেন, তাদের বছরে আর্থিক সাহায্যের জন্য ইনফোসিস ফাউন্ডেশন স্টেম স্টার স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪-২০২৫ এর আয়োজন করা হয়েছে। এখানে বৃত্তির পরিমাণ সর্বোচ্চ এক লক্ষ টাকা। চলুন তবে জেনে নেওয়া যাক এই স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য।
যোগ্যতা (Eligibility Criteria)
* ইনফোসিস স্কলারশিপে আবেদনকারী প্রার্থীকে একজন ভারতের নাগরিক হতে হবে।
* মহিলার প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন।
* এখানে আবেদনকারী প্রার্থীদের চার বছরের স্নাতক কোর্স অর্থাৎ গণিত, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কিংবা সাইন্স অথবা মেডিকেল বিষয়ে পড়াশোনা করতে হবে। এমনকি কোর্স চলাকালীন প্রতিটি বছরে প্রতিটি বিষয়ে প্রার্থীদের পাস নম্বর থাকতে হবে এবং সিজিপিএ সাত এর উপরে থাকতে হবে।
* এখানে আবেদনকারী প্রার্থীর পরিবারের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হতে হবে।
* যদি এখানে আবেদনকারী প্রার্থীরা এর আগে অন্য কোন বৃত্তির জন্য আবেদন করে থাকেন, তবে তারা এই বৃত্তিতে আবেদন করতে পারবেন না বলেই জানানো হয়েছে।
প্রয়োজনীয় নথিপত্র (Documents)
এই স্কলারশিপের (Infosys Foundation Scholarship 2024-2025) আবেদন করতে হলে যে যে প্রয়োজনীয় নথিগুলি লাগবে সেগুলি হলো –
* প্রার্থীর উচ্চমাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
* চলতি শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির রশিদ
* JEE/CET/NEET এর স্কোর কার্ড
* প্রার্থীর আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড
* সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি
* প্রার্থীর পারিবারিক আয়ের শংসাপত্র
* আবেদনকারীর ব্যাংক পাসবুকের প্রথম পৃষ্ঠার জেরক্স কপি
আবেদনের পদ্ধতি (Application Process)
এই স্কলারশিপের (Infosys Foundation Scholarship 2024-2025) জন্য আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে Buddy4Study এর অফিসিয়াল পোর্টালে গিয়ে ‘ইনফোসিস ফাউন্ডেশন স্টেম স্টার স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪-২০২৫’ নামক বিকল্পে ক্লিক করে প্রার্থীর নিজস্ব নাম, ইমেইল আইডি এবং বৈধ ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে আবেদনপত্র ডাউনলোড করে সেখানে যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন জমা হয়ে যাবে।
আবেদনের শেষ তারিখ – ১৪ই সেপ্টেম্বর ২০২৪
অফিশিয়াল ওয়েবসাইট : Visit
আবেদনের লিংক : Apply Here