Insurance job 2024: এবার ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরির সুযোগ। রাজ্যের ছেলেমেয়েদের কাছে সুবর্ন সুযোগ।

Published On:

Insurance job 2024: এবার নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিল New India Assurance কোম্পানি। আজকের প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য থাকলো অর্থাৎ কোন পদে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি? বয়স , বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে থাকছে বিস্তারিত তথ্য।

পদের নাম ( Insurance job 2024 )- New India Assurance কোম্পানি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা থেকে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মোট শূন্যপদের সংখ্যা -New India Assurance কোম্পানির নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে যে সারা দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও হবে নিয়োগ এবং এরই রাজ্যের ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা 300 টি অর্থাৎ ইন্সুরেন্স কোম্পানিটি রাজ্য থেকে 300 জন সফল কর্মপ্রার্থিকে নিয়োগ করতে চলেছে।

বয়স – New India Assurance কোম্পানি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা থেকে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীদের বয়স ১/১/২০২৪ এর হিসেবে 21 বছর থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী থাকছে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ওপর ছাড়।

আরো পড়ুন:এবার রাজ্যের মাধ্যমিক স্কুলে লাইব্রেরিয়ান নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি।

শিক্ষাগত যোগ্যতা – New India Assurance কোম্পানি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা থেকে ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীদের নূন্যতম স্নাতক হতে হবে। এর পাশাপাশি বাংলা ভাষায় ভালো ভাবে লিখতে ও পড়তে জানতে হবে।

আবেদন প্রক্রিয়া- যোগ্য আবেদনকারীরা আবেদন করতে পারেন অনলাইনে। সেক্ষেত্রে কোম্পানিটির অর্থাৎ The New India Assurance Company Limited কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট পেজে ঢুকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । আবেদন করার জন্যে আবেদন ফী জমা করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া – নিয়োগ করা হবে পরীক্ষার মাধ্যমে
পশ্চিমবঙ্গের Asansol,Greater Kolkata, Hooghly, Kalyani, Kolkata ও Siliguri te পরীক্ষা সেন্টার রয়েছে।

আবেদন মূল্য – আবেদন করার জন্য সাধারণ শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি দিতে হবে 850 টাকা করে আর সংরক্ষিত শ্রেণীর অর্থাৎ SC/ST/ PwBD প্রার্থীদের 100 টাকা করে আবেদন ফি দিতে হবে।

15/02/2024 তারিখের মধ্যে। আরও বিশদে জানতে New India Assurance কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। সাথে অফিসিয়াল নোটিফিকেশনটি মন দিয়ে পড়ুন

বিজ্ঞপ্তিদেখুন
ওয়েবসাইটদেখুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad