IOCL Recruitment 2024: ইন্ডিয়ান অয়েলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ! জানুন বিস্তারিত।

Published On:

IOCL Recruitment 2024: ভারতের নবরত্ন কোম্পানি গুলির মধ্যে অন্যতম পেট্রোকেমিক্যাল সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) সংস্থার পক্ষ থেকে শিক্ষানবিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে আবেদন জানাতে পারবেন।

পদের নাম (IOCL Recruitment 2024): ট্রেড অ্যাপ্রেন্টিস, ডাটা এন্ট্রি অপারেটর অ্যাপ্রেন্টিস।

মোট শূন্যপদের সংখ্যা – ৪৭০ টি যার মধ্যে UR- ২৫১ টি, SC- ৬০ টি, ST- ২৯ টি, OBC- ৯৫ টি, EWS- ৩৮ টি ।
এর মধ্যে পশ্চিম বঙ্গের জন্যে শূন্যপদের সংখ্যা- ৪৪ টি। যার মধ্যে UR- ২৪ টি, SC- ৮ টি, ST- ১ টি, OBC- ৮ টি, EWS- ৩ টি।


শিক্ষাগত যোগ্যতা– ট্রেড অ্যাপ্রেন্টিস পদগুলির জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা অথবা প্রশিক্ষণের নির্দিষ্ট সার্টিফিকেট থাকলে আবেদন জানাতে পারবেন। অপরদিকে ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন জানানো যাবে ।

মাসিক ভাতা – শিক্ষানবিশ প্রশিক্ষণ আইন ১৯৬১ এবং ১৯৭৩ অনুযায়ী মাসিক ভাতা দেওয়া হবে।

বয়সসীমা– ১২/১/ ২০২৪ তারিখ অনুযায়ী প্রত্যেক আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে হতে হবে।

আবেদন পদ্ধতি– ইচ্ছুক যোগ্য চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে প্রথমে প্রার্থীদের কেন্দ্রীয় সরকারের শিক্ষানবিশ প্রশিক্ষণ পোর্টালে রেজিস্টার করা থাকতে হবে। এরপর সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে ইন্ডিয়ান ওয়েলের অফিসিয়াল ওয়েবসাইট মারফত নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে নিজেদের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকতে হবে। এরপর অনলাইনে আবেদন পত্রের যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করার পর সাবমিট বাটনে ক্লিক করে আবেদনটি জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি– প্রথমে লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। সেক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষার মাধ্যমে আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। পরবর্তীতে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে প্রশিক্ষণের জন্য নিয়োগ করা হবে।

প্রশিক্ষণের সময়সীমা– প্রথমে 12 মাসের ট্রেনিং দেওয়া হবে, পরে সংস্থার সিদ্ধান্তের ভিত্তিতে ত বাড়তে পারে। ট্রেনিং প্রাপকদের চাকরির সুযোগ আছে

আবেদনের শেষ তারিখ- ১ ফেব্রুয়ারি, ২০২৪।

অফিসিয়াল নোটিফিকেশনদেখুন
ওয়েবসাইটভিজিট করুন
WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad