News Desk : চন্দ্রযান-৩-এর সাফল্যের পর আরো এক সাফল্যের পালক জুড়েছিল ইসরোর মুকুটে। ২রা সেপ্টেম্বর সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল ইসরোর প্রথম সৌরযান আদিত্য-এল১। সাফল্যের কাছাকাছি পৌঁছে গেছে সৌরযান আদিত্য এল১। আগামী বছরের শুরুতেই সাফল্য আসবে। আসুন জেনে নেওয়া যাক সৌরযান আদিত্য-এল১ কবে তার গন্তব্যে পৌঁছবে।
লক্ষ্যে পৌঁছতে পেরোতে হবে কঠিন ধাপ
পৃথিবী ও সূর্যের মাঝখানে ল্যাঙ্গারেজ পয়েন্টে পৌঁছবে আদিত্য এল১। নির্দিষ্ট সময়ের ব্যবধানে পৃথিবী জায়গা বদল করছে। ফলে সেই ল্যাঙ্গারেজ পয়েন্টও ধীরে ধীরে জায়গা বদল করবে। তাই নির্দিষ্ট অঙ্ক কষে উপযুক্ত জায়গায় পৌঁছাতে হবে সৌরযান আদিত্য এল১কে।ইসরোর কাছে সাফল্য সংবাদ এখন আসার অপেক্ষা, কিন্তু তার আগে এই ধাপ পেরোতে হবে। আর এই ধাপটিই হললো অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ সেই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে গেলে একটা বড়সড় লাফ দিতে হবে সৌরযানকে। সেই বিষয় নিয়েই এখন চিন্তাভাবনা করছেন ইসরোর বিজ্ঞানীরা।
কবে পৌঁছবে আদিত্য এল১?
আদিত্য-এল১ নিজের গন্তব্যে কবে পৌঁছবে এবার সেই দিন প্রকাশ্যে আনল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো। শুক্রবার ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল১ খুব তাড়াতাড়ি তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে। আগামী বছর ৬ই জানুয়ারি ভারতের প্রথম সৌরযান নিজের গন্তব্যে পৌঁছবে। ওই দিন আদিত্য এল১ তার গন্তব্য ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টে (L1) পৌঁছে যাবে। পৃথিবী থেকে ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত এই পয়েন্ট। আদিত্য-এল১ সফল ভাবে গন্তব্যে পৌঁছতে পারলে আগামী পাঁচ বছর সূর্যের বিভিন্ন অবস্থার ছবি তুলে পাঠাবে। এই ছবি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সৌর বায়ুমণ্ডল সম্পর্কে অনেক তথ্য জানা যাবে। এমনকি এই ছবিগুলি পৃথিবীর উপর সৌর বিকিরণের প্রভাব বুঝতেও বিজ্ঞানীদের সাহায্য করবে।
১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেবে আদিত্য এল১
৬ তারিখ কখন সেই লক্ষ্যে আদিত্য এল১ পৌঁছাবে সেই সম্পর্কে এখনও কোনো বার্তা দেয়নি ইসরো। তবে শেষ মুহূর্তের গতিপথ যথেষ্ট ঝুঁকিপূর্ণ। সেই ইঙ্গিত দেওয়া হয়েছে বিজ্ঞানীদের তরফে। মোট ১৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেবে আদিত্য এল১। একদম অন্তিম পর্বে এই মুহূর্তে রয়েছে সৌরযান। সেজন্যই আরও বেশি করে বিজ্ঞানীদের মধ্যে তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এই সূর্য অভিযান সফল করতে মরিয়া বিজ্ঞানীরা। শেষ মুহূর্তের দিকে অঙ্ক কষছেন বিজ্ঞানীরা।