ISRO recruitment 2024: এবার ভারতীয় মহাকাশ সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফ থেকে নতুন করে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভারতীয় নাগরিক তথা রাজ্যের যেকোনো জেলার ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন। সফলভাবে কর্মরত চাকরি প্রার্থীদের ভালো বেতন দেওয়া হবে।
আজকের প্রতিবেদনে আমরা এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন পদের নাম, বয়স কত হবে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, বেতন কত হবে, ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো।
ভারতীয় মহাকাশ সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) র তরফ থেকে নতুন করে 1) Library Assistant, 2) Nurse, 3)Medical Officer, 4) Scientist/Engineer নিয়োগ করতে চলেছে । ভারতীয় নাগরিক তথা রাজ্যের যেকোনো জেলার ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন। সফলভাবে কর্মরত চাকরি প্রার্থীদের ভালো বেতন দেওয়া হবে। আসুন জেনে নেওয়া যাক
বিজ্ঞপ্তি (ISRO recruitment 2024)নম্বর: NRSC-RMT-1-2024
পদের নাম (ISRO recruitment 2024) – Library Assistant ‘A’.
শূন্য পদের সংখ্যা – 3টি
শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদনকারীর প্রার্থীদের
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে লাইব্রেরী সাইন্স বা লাইব্রেরি সাইন্স এন্ড ইনফরমেশন সাইন্স অথবা সমতুল্য বিষয়ে নিয়ে প্রথম শ্রেণীর গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে।
আরো পড়ুন: এবার ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরির সুযোগ।
বয়স– Library Assistant ‘A’ পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স 12/02/2024 তারিখ অনুযায়ী, সর্বনিম্ন 18 বছর থেকে 35 বছর বয়সের মধ্যে হতে হবে । তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে প্রয়োজনীয় ছাড় পাবেন।
বেতন– Library Assistant ‘A’ পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে মাসিক 44 হাজার 900 টাকা থেকে শুরু করে 1 লক্ষ 42 হাজর 400 টাকা পর্যন্ত।
পদের নাম – Medical Officer ‘SC’
শূন্য পদের সংখ্যা – ১ টি
শিক্ষাগত যোগ্যতা – Medical Officer ‘SC’ এই পদে আবেদনকারীর প্রার্থীদের এমবিবিএস ডাক্তার সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা।(ISRO recruitment 2024)
বয়স– Medical Officer ‘SC’ পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স 12/02/2024 তারিখ অনুযায়ী, সর্বনিম্ন 18 বছর থেকে 35 বছর বয়সের মধ্যে হতে হবে । তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে প্রয়োজনীয় ছাড় পাবেন।
বেতন– Medical Officer ‘SC’ পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে মাসিক 56 হাজর 100 টাকা থেকে শুরু করে 1 লক্ষ 77 হাজার 500 টাকা পর্যন্ত।
পদের নাম – Nurse ‘B’ (ISRO recruitment 2024)
শূন্য পদের সংখ্যা – 2 টি
শিক্ষাগত যোগ্যতা – Nurse এই পদে আবেদনকারীর প্রার্থীদের এমবিবিএস ডাক্তার সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা।
বয়স– Nurse পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স 12/02/2024 তারিখ অনুযায়ী, সর্বনিম্ন 18 বছর থেকে 35 বছর বয়সের মধ্যে হতে হবে । তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে প্রয়োজনীয় ছাড় পাবেন।
বেতন– Nurse পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে মাসিক 44 হাজার 900 টাকা থেকে 1 লক্ষ 42 হাজর 400 টাকা পর্যন্ত।
পদের নাম – Scientist /Engineer ‘ SC’
শূন্য পদের সংখ্যা – বিভিন্ন ট্রেডে যেমন Agriculture,Forestry &
Ecology,Geoinformatics,Geology,
Geophysics,Soil Science,Urban Studies,Water Resources, ইত্যাদি মিলিয়ে মোট 33 টি পদে Scientist /Engineer ‘ SC’ নিয়োগ করা হচ্ছে। বিস্তারিত জানতে নোটিফিকেশন ফলো করুন।
শিক্ষাগত যোগ্যতা – Scientist /Engineer ‘ SC’ এই পদে আবেদনকারীর প্রার্থীদের সংশ্লিষ্ট শাখায় প্রথম শ্রেণীতে M. tech / M.E পাস হতে হবে
বয়স– Scientist /Engineer ‘ SC’ পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স 12/02/2024 তারিখ অনুযায়ী, সর্বনিম্ন 18 বছর থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে । তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে প্রয়োজনীয় ছাড় পাবেন।
বেতন– Scientist /Engineer ‘ SC’ পদের ক্ষেত্রে বেতন দেওয়া হবে মাসিক 81 হাজার 900 টাকা( ISRO recruitment 2024)
আবেদন পদ্ধতি:উল্লেখিত পদ গুলিতে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদন গ্রহনের শেষ তারিখ 12/02/2024