JBNST Scholarship 2024 : অনেক ছাত্রছাত্রী টাকা পয়সার অভাবে অনেকসময় উচ্চমাধ্যমিক কিংবা কলেজের ক্ষেত্রে বিজ্ঞান বিষয় নিয়ে পড়া করতে পারে না। এই সকল মেধাবী ছাত্রছাত্রীদের এগিয়ে যাওয়ার জন্য একটি অন্যতম স্কলারশিপ হলো জগদীশচন্দ্র বোস ন্যাশনাল স্কলারশিপ, যেখানে ছাত্রছাত্রীরা ৪৮ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন সুযোগসুবিধা পেতে পারে। এমনকি এর সঙ্গে দেওয়া হয় ল্যাপটপ। আজ আমরা জগদীশ চন্দ্র বসু সাইন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ জন্য কি কি যোগ্যতা লাগবে, স্কলারশিপের পরিমাণই বা কত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক।
জগদীশচন্দ্র বসু সাইন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ কী?
রাজ্যের গরিব কিন্তু মেধাবী সকল ছাত্রছাত্রীদের বিজ্ঞানমুখী পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য জগদীশচন্দ্র বসু সাইন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ অন্যতম। এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের অর্থানুকূল্যে। এই স্কলারশিপের এর দুটি ভাগ রয়েছে; যথা জুনিয়র স্কলারশিপ এবং সিনিয়র স্কলারশিপ (JBNST Scholarship 2024)।
এই স্কলারশিপ যোগ্যতা
জগদীশ চন্দ্র বোস সাইন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ- এর জুনিয়র এবং সিনিয়র এই দুই প্রকার স্কলারশিপের জন্য আলাদা আলাদা যোগ্যতা লাগে।
১) জুনিয়র স্কলারশিপের ক্ষেত্রে প্রার্থীকে মাধ্যমিক স্তরে ৭৫ শতাংশ নম্বর সহ পাশ করতে হবে এবং এর পাশাপাশি প্রার্থীকে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিয়ে ভর্তি হতে হবে, তবেই এই সেই প্রার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
২) সিনিয়র স্কলারশিপের ক্ষেত্রে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ নিয়ে ভালো নম্বর সহ পাশ করতে হবে এবং এর পাশাপাশি প্রার্থীকে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা মৌলিক বিজ্ঞান নিয়ে পশ্চিমবঙ্গের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক স্তরে পাঠরত থাকতে হবে, তবেই এই সেই প্রার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
স্কলারশিপের পরিমাণ কত?
এই স্কলারশিপে (JBNST Scholarship 2024) সকল প্রার্থীদের মেধাবৃত্তি ও বই কেনার অনুদান দিয়ে সম্মানিত করা হবে, এছাড়া পরীক্ষায় উত্তীর্ণ প্রথম দশজন ছাত্রকে এবং প্রথম দশজন ছাত্রীকে মেধাবৃত্তি ছাড়াও ল্যাপটপ দিয়ে পুরস্কৃত করা হবে। সিনিয়র স্কলার হিসেবে নির্বাচিত প্রার্থীদের স্নাতক কোর্স চলাকালীন প্রতি মাসে INR ৪০০০ টাকা এবং বই কেনার জন্য বার্ষিক INR ৫০০০ টাকা এককালীন হিসাবে দেওয়া হবে আর জুনিয়র প্রার্থীদের উচ্চমাধ্যমিক স্তরে পড়াশোনা চলাকালীন প্রতিমাসে INR ১২৫০ টাকা দেওয়া হবে এবং বই কেনার জন্য এককালীন হিসাবে দেওয়া হবে বার্ষিক INR ২৫০০ টাকা।
আবেদনের সয়সীমা ও পরীক্ষার তারিখ
এই স্কলারশিপের জন্য আবেদন অনলাইনের মাধ্যমে প্রার্থীদের আবেদন জানাতে হবে। ১লা জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন জানানোর শেষ তারিখ ৩১শে জুলাই। আবেদনের জন্য সংশ্লিষ্ট প্রার্থীদের জগদীশচন্দ্র বসু ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এই স্কলারশিপের জন্য লিখিত পরীক্ষা হবে ১৮ই আগষ্ট। রাজ্যের ৩৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
অফিসিয়াল ওয়েবসাইট : jbnsts.ac.in
অফিশিয়াল নোটিশ (Circular of the JBNSTS) : Download PDF