SEC Railway Recruitment 2024: দক্ষিণ পূর্ব রেলে চাকরির সুযোগ! শূন্যপদ ৮৭১, যোগ্যতা মাধ্যমিক

Published On:

SEC Railway Recruitment 2024: যারা মাধ্যমিক পাশ করে চাকরির জন্য উদগ্রীব হয়ে উঠেছেন, তাদের জন্য রয়েছে দারুন সুখবর। রেল কর্তৃপক্ষ (SEC Railway Recruitment 2024) সম্প্রতি দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক কারা, কীভাবে আবেদন করতে পারবেন? আবেদন করার সময়সীমা কত? এই সবকিছু সম্পর্কে বিস্তারিত তথ্য

নিয়োগ সংস্থা – দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে

পদের নাম  – অ্যাক্ট অ্যাপ্রেন্টিস

শূন্যপদ – ৮৭১টি।

শিক্ষাগত যোগ্যতা – এই পদে আবেদন করার ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের যেকোনো সরকারি বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে, এছাড়া প্রার্থীদের আইটিআই ট্রেনিং প্রাপ্ত হতে হবে, তবেই এখানে আবেদন করা যাবে।

বেতন – এখানে ট্রেনিং চলাকালীন প্রার্থীদের স্টাইপেন দেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা দু বছরের আইটিআই কোর্স কমপ্লিট করেছেন, তাদের স্টাইপেন্ড হিসেবে ৮০৫০ টাকা দেওয়া হবে। অপরদিকে, যারা এক বছরের আইটিআই কোর্স পাশ করেছেন, তারা স্টাইপেন হিসেবে ৭৭০০ টাকা পাবেন।

বয়সসীমা – এইপদে আবেদন করতে প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৫ থেকে সর্বোচ্চ ২৪ বছরের মধ্যে।

নিয়োগ পদ্ধতি – এখানে প্রার্থীদের মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং আইটিআই কোর্সে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যে তালিকাটি তৈরি করা হবে সেখানে নাম থাকা প্রার্থীদের মেডিকেল চেকআপের পরে ফাইনাল লিস্ট তৈরি করা হবে।

আবেদন পদ্ধতি – উল্লিখিত পদে (SEC Railway Recruitment 2024) আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের প্রথমে রেলের ওয়েবসাইটে ক্লিক করে একটি ফর্ম ওপেন হলে সেখানে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা নির্ভুলভাবে লিখতে হবে। এরপর আবেদনকারীর পাসপোর্ট মাপের ছবি স্বাক্ষর সহ এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেটের কপি স্ক্যান করে আপলোড করতে হবে। সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাপ্লিকেশনটি জমা দেওয়ার জন্য সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সবশেষে আবেদনটি সম্পন্ন হয়ে গেলে আবেদন ফর্মটির এক কপি প্রিন্ট আউট বের করে নিজের কাছে  রাখতে হবে।

আবেদনের শেষ তারিখ – ৯ই মে, ২০২৪

ওয়েবসাইট : secr.indianrailways.gov.in

অফিসিয়াল বিজ্ঞপ্তি : Download PDF

আবেদন লিংক : Apply Now

আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে যে, আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করবেন।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad