JRF Recruitment new 2024: বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছাড়াই নিয়োগ! বেতন 49 হাজার। জানুন বিস্তারিত।

Published On:

JRF Recruitment new 2024: Sikkim University এর তরফ থেকে রিসার্চ স্কলার সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের যে সকল যুবক যুবতী ভবিষ্যতে গবেষণা মূলক কাজ করতে চান বা phd করতে চান তাদের জন্যে সুবর্ন সুযোগ।

এই আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকলো আজকের প্রতিবেদনে।

সিকিম ইউনিভার্সিটিতে Research Associate, Junior/Senior Research Fellow এবং Field Cum Lab attendant পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম (JRF Recruitment new 2024) – Research Associate

শূন্য পদের সংখ্যা – 1টি

শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারীকে Environmental Sciences/Glaciology /Geology/Geophysics/Climate Change Studies/Water Resources/Atmospheric Sciences/Remote Sensing and GIS/Geo-informatics/Sciences ইত্যাদি বিষয়ের যেকোনো একটিতে ME/ M.Tech এবং Phd অথবা সমতুল্য ডিগ্রি থাকতে হবে। কিংবা ME/ M.Tech থাকলেও আবেদন করতে পারবে।

বেতনক্রম– Research Associate পদে মাসিক বেতন 47000 টাকা দেওয়া হবে তবে 2 বছরের অভিজ্ঞতা থাকলে বেতন হবে 49000 টাকা। সাথে 8% এইচ আর এ দেওয়া হবে

পদের নাম – Junior/Senior Research Fellow

শূন্য পদের সংখ্যা -1 টি

শিক্ষাগত যোগ্যতা– আবেদনকারীকে Geophysics/Environmental Sciences/Geology ইত্যাদি বিষয়ে ইত্যাদি বিষয়ের যেকোনো একটিতে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে।

বেতনক্রম– জুনিয়র রিসার্চ ফেলো / সিনিয়র রিসার্চ ফেলো পদে মাসিক বেতন 31000 টাকা দেওয়া হবে তবে 2 বছরের অভিজ্ঞতা থাকলে সেক্টরে 35000 টাকা দেওয়া হবে সাথে 8% HRA দেওয়া হবে।।

আরো পড়ুন:এবার ইন্টারভিউ মাধ্যমে এয়ারপোর্টে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

পদের নাম ( JRF Recruitment new 2024)- Field Cum Lab attendant

শূন্য পদের সংখ্যা – 1টি

শিক্ষাগত যোগ্যতা – যেকোন স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক হতে হবে

বয়স – এই পদে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে 50 বছরের মধ্যে।

বেতনক্রম– পদে মাসিক বেতন মাসিক 18000 টাকা সাথে 8% HRA দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া – এই সকল পদের আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে বিজ্ঞপ্তি ভালো ভাবে পরে নিতে হবে এরপর বিজ্ঞপ্তিতে দেওয়া গুগল ফর্মের লিংকে গিয়ে ফর্ম টি পূরণ করতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

নোটিফিকেশনদেখুন
ফর্মদেখুন

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad