প্রাইমারি হেলথ সেন্টারে কর্মী নিয়োগ করছে কলকাতা পুরসভা

Published On:

Jobs News Desk : নতুন বছরে আরবান প্রাইমারি হেলথ সেন্টারে কর্মী নিয়োগ করবে কলকাতা পুরসভা বা KMC। এই মর্মে ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি। সেখানে শূন্যপদের সংখ্যা থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা ও বেতন কাঠামো সহ যাবতীয় তথ্য়ের উল্লেখ রয়েছে। কবে থেকে করা যাবে আবেদন?

শূন্য পদ — শূন্যপদের সংখ্যা 68। যোগ্য প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে থাকছে না কোনও লিখিত পরীক্ষা। ইন্টারভিউয়ের মাধ্য়মে তাঁদের বেছে নেবে KMC।

আবেদনের বয়স — মেডিক্যাল অফিসার পদে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা অনেকটাই বেশি রেখেছে কলকাতা পুর কর্তৃপক্ষ। এতে 67 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

শিক্ষাগত যোগ্যতা — আবেদনকারীদের মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া বা MCI স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠানের MBBS ডিগ্রি থাকতে হবে। এছাড়া এক বছরের ইন্টার্নশিপের শংসাপত্র থাকলে তবেই এতে আবেদন করা যাবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশনও থাকতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

কবে ইন্টারভিউ — মেডিক্যাল অফিসার পদে নিয়োগের ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে কলকাতা পুর কর্তৃপক্ষ। 9 জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার বেলা সাড়ে 12টা নাগাদ এই ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন KMC-র নির্দেশিকা অনুযায়ী, নির্ধারিত ফরম্যাটে আবেদনপত্র নিয়ে প্রার্থীদের নির্দিষ্ট জায়গায় যেতে বলা হয়েছে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রমাণপত্র-সহ অন্যান্য নথিও নিয়ে যেতে বলা হয়েছে।

Official WebsiteClick Here

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad