ANM GNM 2024: অবশেষে রাজ্যের নার্সিং পড়ুয়াদের জন্য স্বস্তির খবর দিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। সম্প্রতি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হলো ANM GNM পরীক্ষার গ্যাজেট। নার্সিং পড়ুয়াদের ভর্তির জন্য এই পরীক্ষাটি (ANM GNM 2024) একটি গুরুত্বপূর্ণ এন্ট্রান্স পরীক্ষা। প্রতিবছর কয়েক লক্ষ পড়ুয়া এই পরীক্ষার মাধ্যমে দেশের বিভিন্ন নার্সিং কলেজগুলিতে ভর্তি হয়ে থাকেন। আগেই চলতি বছরের পরীক্ষার তারিখ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ জয়েন এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। আর এবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার সমস্ত তথ্য উল্লেখ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ANM GNM 2024 পরীক্ষা সংক্রান্ত সমস্ত গুরুত্ত্বপূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত।
পরীক্ষার তারিখ
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের পূর্ব ঘোষণা অনুযায়ী, চলতি বছরের ১৪ই জুলাই রবিবার ANM GNM 2024 পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাটি শুরু হবে দুপুর ১২টা থেকে এবং শেষ হবে দুপুর ১টা বেজে ৩০ মিনিটে। কোনো বিশেষ পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পরিবর্তনও করা হতে পারে বলে জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে।
পরীক্ষার ধরন
ইতিপূর্বেই ANM GNM 2024 পরীক্ষার সিলেবাস অথবা প্রশ্নপত্রের ধরন প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষাতে জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং লজিক্যাল রিজিনিং বিষয় থেকে মোট ১০০টি প্রশ্ন থাকবে, যার পূর্ণ মান ১১৫। এই পরীক্ষায় ১/৪ নেগেটিভ মার্কিং রয়েছে।
কারা আবেদন করতে পারবেন ?
এই পরীক্ষায় অংশগ্রহণকারী পড়ুয়াকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার্থীর বয়স হতে হবে ন্যূনতম ১৭ বছর।
আরো পড়ুন:- টাটা মোটরস লিমিটেডে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ২৭৬৬ টি! আবেদন পদ্ধতি জেনে নিন
রেজিস্ট্রেশন পদ্ধতি
এই পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নিজের নাম রেজিস্ট্রেশন করার সময় নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ ইত্যাদি বিবরণগুলি দিয়ে সঠিকভাবে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর পরীক্ষার্থীরা নিজের মোবাইলে এসএমএসের মাধ্যমে লগইন করার আইডি এবং পাসওয়ার্ড পাবেন।
আবেদন পদ্ধতি
পরীক্ষার্থীদের আবেদন জানানোর সময় নিজের সাম্প্রতিক রঙিন ছবি এবং পরিষ্কার সাদা কাগজের ওপর করা নিজের স্বচ্ছ স্বাক্ষর আপলোড করতে হবে। আপলোড করা ছবির সাইজ হবে ১০ থেকে ২০০ কেবি-এর মধ্যে। আপলোড করা স্বাক্ষর-এর সাইজ হবে ৪ থেকে ৩০ কেবি-এর মধ্যে। এছাড়া, শিক্ষাগত যোগ্যতা, সাম্প্রতিক ঠিকানা ইত্যাদি বিষয়গুলি অনলাইন আবেদনপত্রে নথিভুক্ত করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রদান করা প্রাথমিক তথ্য যেমন, পরীক্ষার্থীর নাম, অভিভাবকের নাম, লিঙ্গ, ঠিকানা ইত্যাদি তথ্যগুলি দ্বিতীয়বার পরিবর্তন করা যাবে না। তাই পরীক্ষার্থীরা এই সমস্ত তথ্যগুলি পূরণ করার সময় সতর্কতা অবলম্বন করে সঠিকভাবে ফর্ম পূরণ করবেন।
আবেদন ফি
এই পরীক্ষায় আবেদন করার জন্য তপশিলি জাতি, ওবিসি, আর্থিক অনগ্রসর ইত্যাদি শ্রেণীর পরীক্ষার্থীদের আবেদন ফি বাবদ ৩০০ টাকা জমা করতে হবে এবং বাকি সমস্ত শ্রেণীর পরীক্ষার্থীদের আবেদন ফি বাবদ ৪০০ টাকা জমা করতে হবে।
আবেদনের তারিখ
21.03.2024 আবেদন শুরু এবং আবেদন শেষ 21.04.2024
Official Notification : Download Now