WBCS New Exam Pattern : জেনে নিন রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষার লেটেস্ট প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত তথ্য

Published On:

WBCS New Exam Pattern : WBCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সাম যাকে বাংলায় বলে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা। এই কঠিনতম পরীক্ষা দেওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। তবে, অনেকসময় উপযুক্ত গাইডেন্স এর অভাবে অনেকের কাছে এই পরীক্ষা সম্পর্কিত নানা তথ্য অজানাই থেকে যায়। তাই আমরা আজকের প্রতিবেদনে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS) পরীক্ষার প্যাটার্ন এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে যাবতীয় তথ্য বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। চলুন তবে দেখে নেওয়া যাক সম্পূর্ণ প্রতিবেদনটি (WBCS New Exam Pattern)।

পরীক্ষার প্যাটার্ন (WBCS Exam Pattern)

পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS) পরীক্ষা দেওয়ার মাধ্যমে সরকারি আমলা, আধিকারিক হওয়া যায়। মোট তিনটি ধাপে এই পরীক্ষা হয়, যেমন – Preliminary Exam, Main Exam এবং Interview বা Personality Test প্রভৃতি। নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

১) Preliminary Exam – প্রথম ধাপ অর্থাৎ প্রিলিমিনারী পরীক্ষা শুধু মাত্র একটি পেপারের উপর হয়, যেমন General Studies, তবে এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন যে, প্রিলিমিনারী পরীক্ষা হয় মোট ২০০ নম্বরের। এখানে ২০০টি প্রশ্ন দেওয়া হয় এবং প্রতিটি প্রশ্নের মান হলো ১। এই পরীক্ষার জন্য মোট দু’ঘণ্টা সময় দেওয়া হয়।

২) Main Exam – দ্বিতীয় ধাপ অর্থাৎ মেইন পরীক্ষাতে মোট ছয়টি Compulsory Paper থাকে, এর পাশাপাশি থাকে Optional Subject এবং প্রতিটি Compulsory Paper-এ ১ নম্বরের মোট ২০০টি প্রশ্ন থাকে। গ্রুপ এ ও গ্রুপ বি-এর প্রার্থীদের Compulsory Paper-এর সাথে ২০০ নম্বরের একটি Optional বিষয় নির্বাচন করতে হয়, যখন মোট দুইটি পেপার থাকে।

৩) Personality Test বা Interview – প্রিলিমিনারী এবং মেইন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সর্বশেষ ধাপ অর্থাৎ ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। ইন্টারভিউ হয় মোট 200 নম্বরের।

নির্বাচন প্রক্রিয়া (WBCS Selection Process)

পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (WBCS) পরীক্ষা মোট তিনটি ধাপে হয় এবং প্রার্থীদের প্রতিটি ধাপের মধ্যে নূন্যতম ২ মাসের সময় দেওয়া হয়। প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই প্রার্থীরা মেইন পরীক্ষায় বসতে পারেন। এরপর মেইন পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হয়। এরপর সফল প্রার্থীদের Final Merit List বের করা হয় এবং প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগ প্রদান করা হয়।

অফিশিয়াল ওয়েবসাইট : https://psc.wb.gov.in/

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad