Voter Slip Download : চলতি বছরের ১৯শে এপ্রিল থেকে ভারতের ২১টি রাজ্যের ১২০টি আসনে প্রথম ধাপে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আসাম, বিহার, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, মনিপুর, মেঘালয়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, ত্রিপুরা, সিকিম, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, জজম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পুদুচেরি, লাক্ষ্যাদ্বীপে প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ আমরা আপনাদের বলতে চলেছি ভোট দেওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন এবং অনলাইনে মোবাইলের মাধ্যমে কীভাবে ভোটার স্লিপ ডাউনলোড করবেন সেই বিষয়ে বিস্তারিত তথ্য। চলুন তবে জেনে নেওয়া যাক।
ভোট দেওয়ার প্রয়োজনীয় নথিপত্র
কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রের প্রয়োজন হয় ভোট দেওয়ার জন্য, যা ভোট দেওয়ার সময় আমাদের সঙ্গে নিয়ে যেতে হয়। এই গুরুত্বপূর্ণ নথিপত্রের মধ্যে একটি হলো ভোটার স্লিপ। ভারতের নির্বাচন কমিশন দ্বারা জারি করা এই নথির মধ্যে ভোটারের নানা ধরনের তথ্য, যেমন নাম, বয়স, লিঙ্গ, ভোটার অবস্থান, ভোটার তারিখ ও সময় এবং বিধানসভা কেন্দ্রে ইত্যাদি দেওয়া থাকে। আপনাদের জানিয়ে রাখি যে, আপনার কাছে ভোটার স্লিপ না থাকলেও আপনি ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের ভোটার তালিকায় আপনার নাম থাকলেই আপনি আধার কার্ড কিংবা প্যান কার্ড নতুবা পাসপোর্ট দেখিয়ে ভোট দিতে পারবেন। ভারতের নির্বাচন কমিশন ভোটার স্লিপ জারি করে সরাসরি ব্যক্তির বাড়িতে পাঠিয়ে দেয়। তবে, আপনি যদি কোনো কারণে ভোটার স্লিপ না পেয়ে থাকেন, তাহলে আপনি এটি অনলাইনের মাধ্যমেও ডাউনলোড করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক অনলাইনের মাধ্যমে ভোটার স্লিপ ডাউনলোড করার পদ্ধতি (Voter Slip Download)।
অনলাইনে মাধ্যমে ভোটার স্লিপ ডাউনলোড করার পদ্ধতি
অনলাইনে মাধ্যমে ভোটার স্লিপ ডাউনলোড (Voter Slip Download) করতে প্রথমে আপনাকে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল (NVSP) এর অফিসিয়াল ওয়েবসাইট www.nvsp.in-এ গিয়ে সার্চ ইন ইলেক্ট্রোলার রোল ট্যাবে ক্লিক করতে হবে। এরপর বিষদ, EPIC কিংবা মোবাইল নম্বর এই তিনটির মধ্যে যেকোনো একটি বিকল্প নির্বাচন করে প্রয়োজনীয় তথ্য এবং ক্যাপচা দিয়ে সার্চে ক্লিক করে View Details-এ ক্লিক করলেই আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন। এরপর আপনি Print Voter Information-তে ক্লিক করে প্রিন্ট করতে বা PDF ফাইল রূপে সেভ করতে পারবেন। আপনি চাইলে প্লেস্টোর থেকে ভোটাল হেল্পলাইন অ্যাপ ইন্সটল করেও ভোটার স্লিপ ডাউনলোড করতে পারেন,তবে সেক্ষেত্রে প্রথমে NVSP ওয়েবসাইটে নিবন্ধন করে লগইন করতে হবে।