Career for Arts Students: প্রতিটি ছাত্র-ছাত্রীর মনে মাধ্যমিক পাস করার পর প্রশ্ন জাগে কী নিয়ে তারা পরবর্তীতে পড়াশোনা করবে, সাইন্স, আর্টস না কমার্স। ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিকে আর্টস নিয়ে পড়াশোনা করার পর উচ্চমাধ্যমিক সেই ছাত্রছাত্রীদের প্রায়শই কেরিয়ার নিয়ে চিন্তায় থাকেন। আসলে অনেকেই মনে করেন যে, সায়েন্স নিয়ে পড়াশোনা করলে শিক্ষার্থী ভালো কেরিয়ার তৈরি করতে পারবে, নচেৎ নয়। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। যদিও সাইন্স নিয়ে পড়লে অনেক বেশি সুবিধা পাওয়া যায়, তবে আর্টসের ক্ষেত্রেও অনেক নতুন নতুন দিক রয়েছে, যার বিষয়ে অনেক ছাত্রছাত্রীরা জানেনা। আজকের প্রতিবেদনে আমরা আর্টস নিয়ে পড়াশোনা করলে কী কী কেরিয়ার অপশন (Top Best Career for Arts Students) রয়েছে সেই সম্পর্কেই আলোচনা করতে চলেছি। চলুন জেনে নেওয়া যাক (Career for Arts Students)।
আটস নিয়ে পড়ে সেরা চাকরি (Career for Arts Students)
আর্টস নিয়ে পড়াশোনা করে যেসমস্ত কেরিয়ার অপশন পাওয়া যায় তা হলো –
শিক্ষকতা (Teaching)
আর্টস নিয়ে পড়াশোনা করার পর একটি সেরা চাকরি হলো স্কুলে শিক্ষকতার চাকরি। যে সকল শিক্ষার্থী আর্টস নিয়ে পড়াশোনা করেন, তাদের বেশিরভাগেরই পছন্দের চাকরি হলো শিক্ষকতা। তবে, সরকারি প্রাথমিক স্কুল শিক্ষকতার জন্য D.EL.ED ডিগ্রী এবং হাইস্কুলে শিক্ষকতার জন্য B.ED ডিগ্রী প্রয়োজন।
রেলওয়েতে চাকরী (Railway)
দেশের বেশিরভাগ ছেলেমেয়েদের পছন্দের একটি চাকরি হলো ভারতীয় রেলওয়েতে চাকরী। আর্টস নিয়ে পড়াশোনা করা চাকরিপ্রার্থীরা NTPC, Group D সহ অন্যান্য নানা পদে চাকরীর জন্য আবেদন করতে পারেন।
সাংবাদিকতা (Reporter)
আর্টস নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের কাছে ভালো কেরিয়ার অপশন হলো সাংবাদিকতা। শিক্ষার্থীরা আর্টস নিয়ে পড়াশোনা করেও কনটেন্ট রাইটার, সম্পাদক, মিডিয়া বিশ্লেষক প্রভৃতি হিসেবে কাজ করতে পারেন।
পোস্ট অফিসের চাকরি (Post Officer)
আর্টস নিয়ে পড়াশোনা করে ছাত্র-ছাত্রীরা পোস্ট অফিসের বিভিন্ন পদে চাকরির জন্য আবেদন করতে পারেন। ভারতীয় পোস্টের তরফ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পদ যেমন, GDS, MTS, মেইল সার্ভিস কমিশনের নিয়োগের জন্য নোটিশ দেওয়া হয়ে থাকে।
নার্সিং (Nursing)
আর্টস নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা নার্সিং এর চাকরী করতে পারেন। অবশ্য ফার্মাসি মেডিকেল সেক্টরে জব করার জন্য সাইন্স পড়লে বাড়তি সুবিধা পাওয়া যায়, তবে আর্টস নিয়ে পড়েও ডিফার্ম কোর্স করার মাধ্যমে ফার্মাসিস্ট বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হওয়া সম্ভব।
পুলিশের চাকরি (Police Service)
আর্টস নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল, সাব ইন্সপেক্টর পদে চাকরী পেতে পারেন, তবে এক্ষেত্রে শারীরিক কিছু যোগ্যতার প্রয়োজন হয়।
আইনজীবী (Lawyer)
আর্টস এর শিক্ষার্থীরা চাইলে BA LLB বা LLB ডিগ্রির মাধ্যমে আইনজীবী হতে পারেন।
সিভিল সার্ভিস (Civil Service)
আর্টস এর শিক্ষার্থীরা গ্রাজুয়েশন শেষে UPSC পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভেন্ট হয়ে উঠতে পারেন এবং IAS, IPS, IRS প্রভৃতি পোস্টে নির্বাচিত হওয়ার মাধ্যমে দেশ সেবার সুযোগ পেতে পারেন। এমনকি, পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিস এর মাধ্যমে WBCS অফিসারও হতে পারেন।
গবেষক (Researcher)
আর্টস এর পড়ুয়ারাও বিভিন্ন বিষয়ে ডক্টরেট, পোষ্ট-ডক্টরেট ডিগ্রী অর্জন করে গবেষক হয়ে উঠতে পারেন, তবে এক্ষেত্রে শিক্ষার্থীকে মেধাবী হতে হয় এবং হায়ার স্টাডি করতে সময়ও অনেকটা বেশি লাগে।
সেনাবাহিনীতে চাকরি (Army)
আর্টস নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা ভারতীয় সেনাবাহিনীতে চাকরির জন্য আবেদন করতে পারেন। এই চাকরির মাধ্যমে দেশসেবার সুযোগ পেয়ে যান। যদিও সেনাবাহিনীতে চাকরি পেতে কিছু শারীরিক যোগ্যতাও প্রয়োজন হয়।