Cyber Forensic Expert: জেনে নিন ফরেনসিক বিশেষজ্ঞ হওয়ার জন্য যোগ্যতা সহ বিস্তারিত তথ্য

Published On:

Cyber Forensic Expert: আজকাল ইন্টারনেটের যুগে বেড়েই চলেছে সাইবার ক্রাইম। নানারকম প্রলোভনের ফাঁদে পা দিয়ে সাধারন মানুষ প্রায়ই হচ্ছেন প্রতারিত। আর পুলিশের সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট, এই সমস্যাগুলোর সমাধান করে থাকে। এই বিষয়গুলি নিয়ে যারা কাজ করেন, তারাই হলেন সাইবার ফরেনসিক বিশেষজ্ঞ (Cyber Forensic Expert)। অনেকের মনেই প্রশ্ন থাকে যে, একজন সাইবার ফরেনসিক বিশেষজ্ঞ হতে গেলে শিক্ষাগত যোগ্যতা কত লাগে, বেতন কত? আজকের প্রতিবেদনে আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি চলুন তবে জেনে নেওয়া যাক।

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা (Cyber Forensic Expert)

CID অর্থাৎ Crime Investigation Department অর্থাৎ অপরাধ তদন্তের বিভাগে ভিন্ন ভিন্ন পদে কর্মী নিয়োগ হয়ে থাকে। এখানে নিয়োগ পেতে গেলে প্রার্থীর কম্পিউটারে বিশেষ দক্ষতা থাকা আবশ্যক। নিম্নে পদ অনুযায়ী বিস্তারিত আলোচনা করা হলো।

১) মোবাইল ফরেন্সিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ

এই পদে নিয়োগ পেতে প্রার্থীদের কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক বা ইঞ্জিনিয়ারিং বা বিসিএ/এমসিএ স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। মোবাইলের সমস্ত রকম সমস্যার সমাধান ও তদন্তের কাজ করতে হবে।

২) নেটওয়ার্ক ফরেনসিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ

এই পদে নিয়োগ পেতে প্রার্থীদের কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক ইঞ্জিনিয়ারিং স্নাতক/ এম. টেক, বা বিসিএ/এমসিএ বা অন্য কোনো স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। নেটওয়ার্ক এবং ইন্টারনেট সম্পর্কিত সমস্ত রকম সমস্যা ও তদন্তের কাজ করতে হবে।

৩) ম্যালওয়্যার ফরেনসিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ

এই পদে নিয়োগ পেতে প্রার্থীদের কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক; বা ইঞ্জিনিয়ারিং স্নাতক/ এম. টেক; বা BCA/MCA বা অন্য কোনো স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ম্যালওয়্যার, কম্পিউটার ভাইরাস ইত্যাদি সংক্রান্ত তদন্তের কাজ করতে হবে।

৪) ক্লাউড ফরেনসিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ:

এই পদে নিয়োগ পেতে প্রার্থীদের কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক, বা ইঞ্জিনিয়ারিং স্নাতক / এম. টেক; বা BCA / MCA বা অন্য কোনো স্নাতকোত্তর ডিগ্রি, এর পাশাপাশি ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই নিরাপত্তা ঘটনা মোকাবিলা বা ডিজিটাল ফরেনসিক বিভাগে অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের ক্লাউড সার্ভার, Storage সিকিউরিটি ডেটা ট্রান্সফার ইত্যাদি সংক্রান্ত তদন্তের কাজ করতে হবে।

৫) ক্রিপ্টো ফরেনসিক বিশেষজ্ঞ

এই পদে নিয়োগ পেতে প্রার্থীদের কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক; বা ইঞ্জিনিয়ারিং স্নাতক / এম. টেক; বা বিসিএ/এমসিএ বা অন্য কোনো স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের ক্রিপ্টো কারেন্সি, বিটকয়েন ট্রানজাকশন এবং ব্লকচেন সংক্রান্ত বিভিন্ন তদন্তের কাজ করতে হবে।

৬) ডিস্ক ফরেনসিক ইনভেস্টিগেশন বিশেষজ্ঞ

এই পদে নিয়োগ পেতে প্রার্থীদের কম্পিউটার সায়েন্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক; বা ইঞ্জিনিয়ারিং স্নাতক / এম. টেক; বা বিসিএ/এমসিএ বা অন্য কোনো স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীদের হার্ডডিক্স, ROM, SSD যেকোনো ডাটা স্টোরেজ ডিভাইস নিয়ে তদন্তের কাজ করতে হবে।

ফরেনসিক ও সাইবার সিকিউরিটি সংক্রান্ত বিশেষ কোর্স

প্রার্থীদের কম্পিউটার সায়েন্সের ডিগ্রী পড়াশোনার পাশাপাশি কোনো বড় সংস্থার সার্টিফিকেট থাকতে হবে। সার্টিফায়েড এথিক্যাল হ্যাকার (CEH), সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল (CISSP) আর অফেন্সিভ সিকিউরিটি সার্টিফাইড প্রফেশনাল (OSCP) ইত্যাদি এই তিনটে সার্টিফিকেশন কোর্স করে সার্টিফিকেট নিতে হবে। এছাড়াও আরো একটি সার্টিফিকেট কোর্স হলো কম্পিউটার হ্যাকিং ফরেনসিক ইনভেস্টিগেটর (CHFI)।

বেতন (Cyber Forensic Expert)

এখানে প্রার্থীদের প্রতি মাসে দেড় লাখ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত বেতন প্রদান করা  হয়। সম্প্রতি কলকাতা সিআইডিতে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তিতে প্রার্থীদের মাসে ১৫০০০০ টাকা বেতন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া

CID বিভাগে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন জানাতে হয়। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হয়। বর্তমানে কলকাতা সিআইডিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যার শেষ তারিখ ১০ই আগস্ট।

কলকাতা সিআইডি অফিসিয়াল ওয়েবসাইট: https://cid.wb.gov.in/

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad