WB Civic Volentier: জেনে নিন সিভিক ভলেন্টিয়ার কি, নিয়োগ পদ্ধতি , সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত

Published On:

WB Civic Volentier: পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার বাহিনীর সৃষ্টির উদ্দেশ্য হলো পুলিশকে সহায়তা করা (WB Civic Volentier)। কলকাতা পুরসভা, ২০০৮ সালে যানবাহন নিয়ন্ত্রণের জন্য ‘Green Police’ নামে একটি বাহিনী তৈরি করলেও ২০১২ সালে সিভিক বাহিনী তৈরির মূল উদ্যোগ শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রীর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ২০১৩ সালে ৪০ হাজার পুলিশ এবং ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় পর্যাপ্ত পরিমাণে কর্মী না থাকায়।

সিভিক ভলান্টিয়ারদের কাজ কী?

সিভিক ভলান্টিয়াররা শুধুমাত্র পুজো, উৎসবে পুলিশকে সহযোগিতা করতে পারে। সিভিক ভলান্টিয়াররা ট্র্যাফিক সামলানো, বেআইনি পার্কিং আটকানো প্রভৃতি কাজে পুলিশকে সহযোগিতা করতে পারে। এমনকি, সাধারণ মানুষের নিরাপত্তার কাজেও তারা পুলিশকে সাহায্য করতে পারে।

সিভিক ভলান্টিয়ার হওয়ার যোগ্যতা

সিভিক ভলান্টিয়ার (WB Civic Volentier) পদের জন্য আবেদন করতে প্রার্থীর বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন ক্লাস এইট পাশ হতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিকে সিভিক ভলান্টিয়ার হিসাবে যে থানায় নিয়োগ করা হবে, সেই এলাকারই বাসিন্দা হতে হবে তাকে।

এবার এয়ার ইন্ডিয়াতে কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক পাশ! আবেদন করুন এখনই

প্রস্তাবিত Junior Constable পদ

রাজ্য সরকার, লোকসভা ভোটের আগে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে অফলাইনে। সামনেই লোকসভা ভোট। আর রাজ্যের অন্তর্গত থানাগুলিতে মাত্র ১৫ থেকে ২০ জন কন্সটেবল কার্যরত রয়েছে। সেই কারনে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং আইনি কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে কিছু কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা

সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতন ৯০০০ টাকা দেওয়া হবে। নয়া নিয়ম অনুযায়ী, মাসে ৩০ দিনই ৮ ঘণ্টা করে কাজ করতে হয় এই পদে কর্মরত প্রার্থীদের। সিভিক ভলান্টিয়াররা বছরে ১৪টি ক্যাজ়ুয়াল লিভ নিতে পারবেন এবং অসুস্থতা কিংবা কোনো দুর্ঘটনাজনিত কারণে সরকার কর্তৃক মিলবে বিমার সুযোগসুবিধা।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad