Kotak Kanya Scholarship 2024-25: সরকারি এবং বেসরকারি সংস্থার তরফ থেকে বিভিন্ন রকমের স্কলারশিপ প্রদান করা হয় ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য। দেশের সকল মেধাবী অথচ অভাবে অসহায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা যাতে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করে না দেয় সেই উদ্দেশ্যেই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। এখনো সমাজের অনেক ক্ষেত্রে মেয়েদের অল্প বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হয় এবং তারপরে আর তাদের পড়াশোনা করা হয়ে ওঠে না। তবে, নারীরা যে জাতির অগ্রগতির অগ্রদূত একথা মানুষ ভুলে যান। এর ফলে আর্থিক ও পারিবারিক কিংবা সামাজিক কারনে অধিকাংশ ভারতীয় নারীর ভবিষ্যৎ শেষ হয়। বহু মেধাবী ছাত্রী আর্থিক অসুবিধার কারনে পড়াশুনা চালিয়ে যেতে পারে না। তাই সেই সকল দুঃস্থ ছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতের নেতৃস্থানীয় আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা কোটাক মাহিন্দ্রা ফাইন্যান্স লিমিটেড। কোটাক কন্যা বৃত্তি প্রকল্প (Kotak Kanya Scholarship 2024-25) হলো কোটাক এডুকেশন ফাউন্ডেশনের একটি বিশেষ সিদ্ধান্ত, আর এই বৃত্তির মূল লক্ষ্য হলো নিম্ন আয়সম্পন্ন পরিবারের মেধাবী ছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যাওয়ার জন্য আর্থিকভাবে সাহায্য প্রদান করা। কোটাক মাহিন্দ্রা গ্রুপের তরফ থেকে প্রদান করা এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রীরা সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা অবধি আর্থিক সাহায্য পেতে পারেন। আজকের প্রতিবেদনে আমরা এই স্কলারশিপ সম্পর্কিত যাবতীয় তথ্য আলোচনা করতে চলেছি। চলুন তবে দেখে নেওয়া যাক।
বৃত্তির পরিমান (Scholarship Amount)
এই স্কলারশিপে প্রার্থীরা পেশাদার স্নাতক/ ডিগ্রি কোর্স সম্পূর্ণ না হওয়া পর্যন্ত প্রত্যেক বছরে টিউশন ফি, হোস্টেল ফি, ইন্টারনেট, পরিবহন, ল্যাপটপ, বই এবং স্টেশনারি সহ একাডেমিক খরচের জন্য বৃত্তির বাবদ ১.৫ লক্ষ টাকা পাবেন।
আবেদনকারীর যোগ্যতা (Kotak Kanya Scholarship 2024-25)
১) এই স্কলারশিপে আবেদন করতে হলে প্রার্থীকে পূর্ববর্তী পরীক্ষায় বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৮৫ শতাংশ বা তার বেশী নম্বর পেয়ে থাকতে হবে।
২) আবেদনকারী প্রার্থীর পারিবারিক বার্ষিক আয় ৬ লক্ষের কম হতে হবে।
৩) এই স্কলারশিপের জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশ করে পেশাগত কোর্সে, যেমন এমমিবিএস, ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, নার্সিং, মেডিকেল, ইন্ট্রিগ্রেটেড এলএলবি, ডিজাইন, আর্কিটেকচার ইত্যাদিতে ভর্তি হতে হবে।
প্রয়োজনীয় নথি
এই স্কলারশিপের জন্য যে যে প্রয়োজনীয় নথি লাগবে সেগুলি হল –
১) জাতীয় পরিচয়পত্র (আধার কার্ড)
২) প্রার্থীর পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার মার্কশিট
৩) অভিভাবকদের পারিবারিক আয়ের প্রমান
৪) সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির রসিদ
৫) কলেজ থেকে বোনাফাইড সার্টিফিকেট
৬) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
৭) ব্যাঙ্কের পাসবুকের প্রথম পৃষ্ঠার নথি
আবেদনের পদ্ধতি
এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে হলে প্রার্থীকে প্রথমে Buddy4study তে লগইন করে সেখানে যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা না থাকে, তবে ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ‘Kotak Kanya Scholarship 2024-25’ তে ক্লিক করে start application অপশনে ক্লিক করে অনলাইন স্কলারশিপ আবেদনপত্রে যাবতীয় প্রয়োজনীয় বিবরণ সঠিক এবং নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে ফাইনাল সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে।
আবেদনের শেষ তারিখ : ৩০শে সেপ্টেম্বর, ২০২৪
অনলাইনে আবেদন লিংক : Apply Now