Lakshmir Bhandar New Application 2024 : দারুন সুখবর মহিলাদের জন্য! ফের শুরু হচ্ছে লক্ষীর ভান্ডারের নতুন আবেদন, জানুন বিস্তারিত

Published On:

Lakshmir Bhandar New Application 2024 : রাজ্য সরকার রাজ্যের সকল মানুষদের জন্য সময়ের সময় নানান পরিকল্পনা নিয়ে এসে নানাভাবে সহযোগিতা করে চলেছেন। রাজ্য সরকারের বিভিন্ন উল্লেখযোগ্য স্কীম গুলির মধ্যে হলো লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী প্রকল্প, আরো অনেক কিছু। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল দুস্থ মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ‘লক্ষীর ভান্ডার’(Lakshmi Bhandar) প্রকল্পটি চালু করেন। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসে ১২০০ টাকা করে দেওয়া হয় এবং সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়। ২৫ থেকে ৬০ বছরের সকল মহিলারা এই লক্ষীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন।

শুরু হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন

এবার ফের সকল মহিলাদের জন্য রয়েছে দারুন সুখবর। চলতি বছরের জুলাই মাস থেকে ফের শুরু হচ্ছে লক্ষীর ভান্ডার প্রকল্পের আবেদন। যেসব মহিলারা এখনো লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পান না, তারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে অনায়াসে আবেদন জানাতে পারবেন। পরবর্তী দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি যে, কীভাবে লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হয়? আবেদনপত্র কোথায় জমা দিতে হয়? আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস এর প্রয়োজন এবং পরবর্তী দুয়ারে সরকারের ক্যাম্প কবে বসবে এই সকল তথ্য। চলুন তবে দেখে নেওয়া যাক (Lakshmir Bhandar New Application 2024)।

লক্ষীর ভান্ডারের আবেদনের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন?

১) লক্ষীর ভান্ডার প্রকল্পে কেবলমাত্র মহিলারাই আবেদন জানাতে পারবেন।
২) এখানে ২৫ থেকে ৬০ বছর বয়সী সকল মহিলারাই আবেদনযোগ্য।
৩) লক্ষীর ভান্ডার প্রকল্পে কোনো সরকারি কর্মীজীবী কোনো মহিলা আবেদন জানাতে পারবেন না।
৪) এই প্রকল্পে আবেদন জানাতে গেলে পরিবারে অবশ্যই স্বাস্থসাথী কার্ড থাকতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস :

লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদন জানাতে যে সকল নথি প্রয়োজন তা হলো, আঁধার কার্ড, স্বাস্থসাথী কার্ড, Sc / Obc কার্ড, ব্যাংকের বই, পাসপোর্ট সাইজের ছবি, একটি ঘোষণা পত্র(Income Certificate & Resident Certificate), মোবাইল নম্বর।

পরবর্তী দুয়ারে সরকারের ক্যাম্প বসবে কবে?

চলতি বছরের জুলাই মাসের প্রথম সপ্তাহেই দুয়ারে সরকার ক্যাম্প বসতে পারে। যে সকল মহিলারা লক্ষীর ভান্ডারে নতুন আবেদন করতে চান বা আবেদন করেছিলেন কিন্তু টাকা পাননি, তারা এবারের দুয়ারে সরকারের ক্যাম্পে লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন  জানাতে পারেন (Lakshmir Bhandar New Application 2024)।

লক্ষীর ভান্ডারে প্রকল্পে আবেদন করার পদ্ধতি

১) আপনারা লক্ষীর ভান্ডার প্রকল্পে অনলাইন ও অফলাইন দুই ভাবে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনাকে আপনার জেলার নিকটবর্তী কোনো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লক্ষীর ভান্ডারের একটি ফর্ম তুলতে হবে এবং সেই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে সেই দুয়ারে সরকার ক্যাম্পেই জমা করতে হবে।

২) লক্ষীর ভান্ডারের জন্য যদি আপনারা অনলাইনে আবেদন জানান, তবে সেক্ষেত্রে আপনাকে lakshmi bhandar Form ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে, সেই ফর্মটি ফিলাপ করে নিকটস্থ কোনো দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে হবে।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
× close ad